নার্সিং কর্মকর্তাকে চলন্ত বাসে ধর্ষন-হত্যার প্রতিবাদে মানববন্ধন নার্সিং কর্মকর্তাকে চলন্ত বাসে ধর্ষন-হত্যার প্রতিবাদে মানববন্ধন - ajkerparibartan.com
নার্সিং কর্মকর্তাকে চলন্ত বাসে ধর্ষন-হত্যার প্রতিবাদে মানববন্ধন

3:21 pm , May 9, 2019

নিজেস্ব প্রতিবেদক ॥ সর্বস্তরের যৌন হয়রানী ও নার্সিং কর্মকর্তা শাহীনুর আক্তার তানিয়াকে চলন্ত বাসে ধর্ষন ও হত্যার প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকাল ১০ টায় শেবাচিম হাসপাতালের সামনে নগরীর বান্দ রোডে এই কর্মসূচি শুরু হয়। স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ)’র বরিশাল জেলা ও শেবাচিম হাসপাতাল শাখা এবং বরিশাল স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে মানববন্ধনে নার্সিং কর্মকর্তা ও বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ)’র বরিশাল জেলা শাখার সভাপতি সেলিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন, স্বানাপের বরিশাল বিভাগীয় শাখার সভাপতি মলিনা মন্ডল, জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা আক্তার, শেবাচিম হাসপাতাল শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক লিংকন দত্ত, বরিশাল স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নানান ভাবে নারীরা যৌন হয়রানিসহ নানান সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি কর্মস্থলে নারীর যৌন হয়রানিসহ, ধর্ষন, খুনের মতো ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। যাতে এই ধরণের কর্মকান্ড পরিচালনার পূর্বে অপরাধীরা হাজার বার চিন্তা করে। এসময় বক্তারা নার্সিং কর্মকর্তা শাহীনুর আক্তার তানিয়াকে চলন্ত বাসে ধর্ষন ও হত্যার প্রতিবাদ জানিয়ে, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। একইসাথে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সকে যৌন হয়রানীকারী ডাঃ আমীরুল হাসানের দ্রুত অপসারণ ?পূর্বক শাস্তি দেয়ার দাবী জানান পাশাপাশি সিনিয়র স্টাফ নার্সের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT