3:25 pm , May 8, 2019
প্রতিবেদক ॥ মৌসুমী বায়ুর প্রভাব ও বৃষ্টিপাত না হওয়ায় আবারো সারা দেশের ন্যায় বরিশালের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। গত ২ দিনের তুলনায় বরিশালে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বরিশাল আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, বৃষ্টিপাত না হওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বর্তমানের তুলনায় আরো ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৭ ডিগ্রীর বেশী তাপমাত্রা বিরাজ করার সম্ভাবনা রয়েছে । আগামী ৪ দিনে বরিশালে বৃষ্টিপাত হওয়ার কোন সম্ভাবনা নেই। এতে করে বাতাসের সঙ্গে গরম হাওয়া অনুভূত হওয়া ও প্রচন্ড ভ্যাপসা গরম অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের ডিউটি অফিসার মো ঃ রুবেল জানান, গতকাল বরিশোলে সর্বোচ্চ ৩৪ .৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং ভোর রাতে সর্বনিন্ম ২৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃষ্টি না হওয়া পযংন্ত তাপমাত্রা আরো উর্ধমূখী হবে বলে জানান তিনি। বৈশাখ মাস শেষ হয়ে এলেও জলবায়ুগত পরিবর্তনের প্রভাবে কোন বৃষ্টিপাত হচ্ছেনা বলে জানান তিনি। এদিকে প্রচন্ড তাপদাহের পর ঘূর্নিঝর ফনির প্রভাবে গত ৫ই বরিশালে বৃষ্টিপাত হলে জনজীবনে প্রচন্ড স্বস্তি আসে। কিন্তু এরপর ২ দিনের ব্যাবধানে আবোরো তাপমাত্রা উর্ধমূখী হওয়ায় বিরুপ প্রভাব পড়েছে নগর জীবনে । রোজা অবস্থায় শ্রমজীবি মানুষ,ভাসমান বিক্রেতা ,হকার ,কুলি মজুর সহ নিন্ম বিত্তের বাসিন্দারা প্রচন্ড গরমে তীব্র ভোগান্তী ও অস্বস্তির শিকার হচ্ছেন। এদিকে গরমের প্রভাবে পানি বাহিত রোগাক্রান্ত হয়ে ডায়রিয়া,জ্বর,সর্দিসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্বাবনা রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের একাধিক চিকিৎসক।