খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি’র প্রতিকী অনশন খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি’র প্রতিকী অনশন - ajkerparibartan.com
খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি’র প্রতিকী অনশন

2:56 pm , May 6, 2019

প্রতিবেদক ॥ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশে এখন আর গণতন্ত্র নেই। নেই আইনের শাসন। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য রোজার ঈদের পরে রাজপথে আন্দোলনের জন্য সকলকে প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি। গতকাল সোমবার চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে মহানগর বিএনপি আয়োজিত প্রতিকী অনশন কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি। নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসুচী হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সহ-সভাপতি মনিরুল আহসান তালুকদার, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, দপ্তর সম্পাদক সাহেদ আকন স¤্রাট, নারী নেত্রী শরীফ তাসলিমা কামাল পলি, মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল করিম রনি প্রমুখ। সভাপতির বক্তৃতায় মজিবর রহমান সরোয়ার আরো বলেন- জণগনের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে গিয়েই বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আজ জেল খাটতে হচ্ছে। আর এজন্য তিনি নোবেল পুরস্কার পাবেন। আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করে আনতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সরোয়ার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT