এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৭৭.৪১ ভাগ এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৭৭.৪১ ভাগ - ajkerparibartan.com
এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৭৭.৪১ ভাগ

2:50 pm , May 6, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ছাত্র-ছাত্রী আর অভিভাবকদের হাসি-কান্নার মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডের এবারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল সোমবার। বরিশাল শিক্ষা বোর্ডের এবারের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার গত বছরের তুলনায় দশমিক ৩০ ভাগ বেড়ে ৭৭ দশমিক ৪১ ভাগে উন্নীত হয়েছে। যা গত বছর ছিল ৭৭ দশমিক ১১ ভাগ। এবার বরিশাল বোর্ডে জিপিএ-৫ নিয়ে পাশ করা ছাত্র-ছাত্রীর সংখ্যাও গত বছরের তুলনায় ৭২৭ জন বেড়ে ৪ হাজার ১৮৯-এ উন্নীত হয়েছে। তবে তা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৯৩ ভাগ। গত বছর যা ছিল ৩ দশমিক ৩৬ ভাগ। এবারো বরিশাল ক্যাডেট কলেজের সব ছাত্র জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে তাদের ঐতিহ্য রক্ষা করেছে। তবে এবারো বরিশাল শিক্ষা বোর্ডের ১ হাজার ৪২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুইটিতে কোন ছাত্র-ছাত্রী পাশ করেনি। অপরদিকে দক্ষিণাঞ্চলের ৬টি জেলার মধ্যে বিভাগীয় সদর বরিশালের অবস্থান এবার তৃতীয়। পাশের হার ৭৯ দশমিক ৩৭ ভাগ। যা গত বছর ছিল ৪র্থ। ৮৬ দশমিক ৯৫ ভাগ গড় পাশের হার নিয়ে পিরোজপুর জেলার অবস্থান প্রথম। ৮০ দশমিক ৮৪% পাশ করে বরগুনা জেলার অবস্থান দ্বিতীয়। ভোলা জেলা ৪র্থ অবস্থান রেয়েছে, পাশের হার ৭৪.৮৭%। পটুয়াখালী জেলার অবস্থান ৫ম, পাশের হার ৭৩ দশমিক ২৮ ভাগ । আর ৬টি জেলার মধ্যে সর্বনিম্নে রয়েছে ঝালকাঠী জেলা, পাশের হার ৬৭দশমিক ১৪ ভাগ ।
পাশাপাশি এবারো বরিশাল শিক্ষা বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েদের ফলাফল আশাব্যঞ্জকভাবে ভাল। শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার ৭৭ দশমিক ৪১ ভাগ হলেও মেয়েদের পাশর হার ৮০ দশমিক ৩৩ ভাগ। আর ছেলেরা পাশ করেছে ৭৪ দশমিক ৪১ ভাগ । অপরদিকে সব বিভাগের তুলনায় বিজ্ঞান শাখায় ফলাফল অত্যন্ত আশাব্যাঞ্জক। বিজ্ঞান বিভাগের গড় পাশের হার ৯১ দশমিক ২৩ ভাগ হলেও মেয়েরা পাশ করেছে ৯২ দশমিক ৬৫ ভাগ। মানবিক বিভাগের পাশর হার সবচেয়ে কম, ৬৯ দশমিক ১১ ভাগ। এ বিভাগেও মেয়েদের পাশের হার ৭৩ দশমিক ৮১ ভাগ । ছেলেরা পাশ করেছে ৬২ দশমিক ৪৬ ভাগ। বিজনেস স্ট্যাডিজে গড় পাশের হার ৭৯ দশমিক ৩৭% হলেও মেয়েরা পাশ করেছে ৮৪ দশমিক ৬০ ভাগ। ছেলেদের পাশর হার ৭৬ দশমিক ০৯ ভাগ ।
গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৭৭ দশমিক ১১ ভাগ হলেও ২০১৭ সালের মাধ্যমিকে পাশের হার ছিল ৭৭ দশমিক ২৪ ভাগ। ২০১৬তে তা ছিল ৭৯ দশমিক ৪১ ভাগ, ২০১৫তে ৮৪ দশমিক ৩৭ ভাগ এবং ২০১৪তে পাশের হার ছিল ৯০ দশমিক ৬৬ ভাগ। এবার বরিশাল শিক্ষা বোর্ডে ৮২ হাজার ৫৩৫ ছাত্র-ছাত্রী বিভিন্ন গ্রেডে উন্নীত হলেও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা মাত্র ৪ হাজার ১৮৯ যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৯৩ ভাগ।
এবারের মাধ্যমিকের ফলাফলে জিপিএ-৪<৫ নিয়ে পাশের হার ১৯ দশমিক ৪৬ ভাগ, জিপিএ ৩ দশমিক ৫<৪ গ্রেডে পাশের হার ১৮ দশমিক ৪৯ ভাগ। এবার জিপিএ ৩<৩ দশমিক ৫ নিয়ে পাশ করেছে ১৮ দশমিক ৬৫ ভাগ ছাত্র-ছাত্রী। জিপিএ ২<৩ গ্রেডে পাশ করেছে ১৬ দশমিক ৪১ ভাগ। আর ১<২ গ্রেড প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা এ বছর ০ দশমিক ৪৮ ভাগ। শিক্ষা বোর্ডের এ পরিসংখ্যান অনুযায়ী এবার বরিশাল বোর্ডের এসএসসি’র ফলাফল ০ দশমিক ৩০ ভাগ বাড়লেও খারাপ ফলে পাশের হারও কিছুটা বেড়েছে।
দক্ষিণাঞ্চলে এবারো মাধ্যমিকে নিয়মিত পড়াশোনা করেই ছেলেদের তুলনায় মেয়েরা ভাল করেছে বলে মনে করছেন শিক্ষাবিদগন। অভিভাবক ও শিক্ষকমন্ডলী এটা অত্যন্ত স্বাভাবিক ও আশাব্যঞ্জক বলেই মনে করছেন। তাদের মতে এখন দক্ষিণাঞ্চলের বেশীরভাগ ছেলেরা আড্ডাবাজী আর মোবাইল কালচারে ‘ব্যস্ত (!)। আর তুলনামূলকভাবে এখনো মেয়েরা প্রয়োজনীয় পড়াশোনা করছে। ফলে এবারো দক্ষিণাঞ্চলে মেয়েরা ভাল মানে ও ভালভাবেই পাশ করেছে । অপরদিকে বিজ্ঞান বিভাগে পাশের হার এবারো গড় পাশের হারের চেয়ে প্রায় ৪% বেশী। যার মধ্যে মেয়েদের পাশের হার ৯২ দশমিক ৬৫ ভাগ, আর ছেলেদের ৮৯ দশমিক ৯৯ ভাগ। তবে এবার জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণের সংখ্যা গত বছরের তুলনায় দশমিক ৫৭ শতাংশ বাড়লেও সে সংখ্যা এখনো মোট মাত্র ৪ হাজার ১৮৯ বা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৯৩ ভাগ। ২০১৭ সালে বরিশাল বোর্ডে জিপিএ-৫ নিয়ে পাশের সংখ্যা ছিল মাত্র ২ হাজার ২৮৮ বা মোট পরীক্ষার্থীর শতকরা মাত্র ২ দশমিক ৪৪ ভাগ। তবে জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ ৪,১৮৯ জনের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকেই সর্বাধিক ৩,৭৫২ জন উত্তীর্ণ হয়েছে। মানবিক বিভাগের ৫৩ হাজার ২৭১ পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২৫৭ জন ও বিজনেস স্টডিজের ২৪ হাজার ৮৮৮ ছাত্র-ছাত্রীর মধ্যে মাত্র ১৮০ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT