3:56 pm , May 5, 2019

মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা ॥ বেড়িবাঁধ ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী প্রকল্প গ্রহন করা হবে। কিছু দিনের মধ্যেই এ কাজ শুরু করা হবে। ভাঙ্গন ও নদীর পানি প্রবেশ ঠেকাতে বাঁধে জিও ব্যাগ ব্যাবহার করা হবে। পায়রা বন্দরের আওতাভূক্ত চাড়িপাড়ার বাঁধ প্রটেকশনে স্থায়ী প্রকল্প নেয়া হবে। রবিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া ভাঙ্গা বাঁধ পরিদর্শনে এসে এমন প্রতিশ্রুতি দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। চাড়িপাড়ার দূর্ভোগ কবলিত মানুষের উদ্দেশ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, আপনাদের আর কস্ট করতেহবে না। আমাদের প্রথম লক্ষ্য যাতে ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে গ্রাম প্লাবিত না হয়। এই মুহুর্তে নদীতে অনেক পানি। নদীর পানির প্রবাহ কমলেই জিও ব্যাগ ফেলা হবে। ঘূর্নিঝড় ফণীর প্রভাবে সুনামগঞ্জেরর পাঁচটি হাওর প্লাবিত হলেও ফসলের কোন ক্ষতি হয়নি। কৃষকরা তাদের ফষল ঘরে তুলতে পেরেছে। আগামীতে যাতে কৃষকরা দূর্ভোগে না পড়ে এজন্য আগামীত আগাম পদক্ষেপ নেয়া হবে।পানি সম্পদ প্রতিমন্ত্রী কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দর থেকে স্পিডবোটে করে চাড়িপাড়া ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন। হ্যান্ডমাইকে দূর্গত গ্রামবাসীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এসময় পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন ও পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।