জীবনের ৫২ বছরই কেটেছে মাঠা-ঘোল বিক্রি করে জীবনের ৫২ বছরই কেটেছে মাঠা-ঘোল বিক্রি করে - ajkerparibartan.com
জীবনের ৫২ বছরই কেটেছে মাঠা-ঘোল বিক্রি করে

3:54 pm , May 5, 2019

মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ জীবন যুদ্বে জয়ী এক অনিল মিস্ত্রী তার ৭০ বছর বয়সের মধ্যে ৫২ বছরই পার করেছেন কাঁচা দধি ,মাঠা ঘোল বিক্রি করে। তার পেশার সাথে সাথে নিজ নাম ও পদবী বদল করে তাকে মানুষ এখন ঘোষ নামে চিনেন ও ডাকেন । তিনি দীর্ঘ ৫২ বছর ধরে প্রতিদিন সকালে কাধে বাঁেশর ভাড়ে মাটির পাতিলে মাঠা ,ঘোল,খাটি ছানা,কাচা দধি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পথে প্রান্তে বরিশাল জেলার উজিরপুরের মুন্ডপাশা গ্রামের মৃত্যু রাখাল মিস্ত্রীর ছেলে অনিল যুবক বয়সে সখের বেশে মাঠা, ঘোল ও খাটি ছানা বিক্রি করতো সখের সেই কাজকে তিনি ৫২ বছর ধরে পেশায় রুপান্তরিত করে জীবন সংগ্রামে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন। এক ছেলে ও দুই কন্য সন্তনের জনক কন্যাদের বিয়ে দিয়েছেন ছেলেকেও বিয়ে করিয়েছেন বর্তমানে ছেলেও তার সাথে যৌথ পরিবারে বসবাস করছে। তার সাথে কথা বলে জানাগেছে,তিনি ভালই অছেন এ পেশায় প্রতিদিন তার রোজগার হয় ৪শত টাকা স্ত্রী সন্তান নিয়ে ওই টাকায় তার সংসার ভাল ভাবেই চলে সল্প সমায়ে তার তৈরী করা মাঠা ,ঘোল, ছানাসহ সামগ্রী গুলো বিক্রি হয়ে যায়।বড়ির আঙ্গিনা থেকে বেচা কেনা শুরু করে পায়ে হেটে হেটে তারাবাড়ি ও শিকারপুর বন্দরে আসতেই তার বিক্রি শেষে।প্রতিদিন প্রায় ১২ শত টাকা বিক্রি হয়। তার চালান খাটাতে হচ্ছে ৬ /৭ শত টাকা নিয়মীত রাতে পরিবারের অন্য সদেস্যরা তাকে সহয়াতা করেন ঘোল মাঠা তৈরী কাজে । সব মিলিয়ে এ পেশায় তিনি ভালেই আছেন। বাকী জীবনটুকু সময়ও এ পেশায় থাকতে চান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT