কিশোরগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু কিশোরগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু - ajkerparibartan.com
কিশোরগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

3:50 pm , May 3, 2019

পরিবর্তন ডেস্ক ॥ কিশোরগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর থেকে পৃথক সময়ে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। এরমধ্যে পাকুন্দিয়া উপজেলায় তিনজন, মিঠামইনে দুইজন ও ইটনায় একজন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার কুশাকান্দা গ্রামের মৃত আয়েশ মিয়ার ছেলে আসাদ মিয়া (৪৫) দুপুরে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে গেলে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে বিকালে একই উপজেলার চর আলগি গ্রামে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, ইন্তাজ আলীর ছেলে মজিবুর রহমান (৩৫) ও আলতাফ উদ্দিনের মেয়ে নূরুন্নাহার (৩২)। বিকালে বাড়ির পাশে ধান ভাঙ্গাতে গেলে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে তারা গাছের নিচে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এছাড়া ইটনা উপজেলার কাঠৈর গ্রামের রাকেশ দাসের ছেলে রুবেল দাস (২৬) হাওর থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আক্রান্ত হন। তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময় মিঠামইনে নিহত হয়েছেন দুজন। এরমধ্যে কোড়ারকান্দি গ্রামের এবাদ মিয়ার ছেলে সুমন (৭) হাওর থেকে গরু আনতে গেলে বজ্রপাতে নিহত হয়। এ সময় বজ্রপাতে গরুটিও মারা যায়। এ ছাড়া মিঠামইনের বিরামচর গ্রামের গোলাপ মিয়ার ছেলে মহিউদ্দিন (২২) হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT