সর্বোচ্চ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করবে মহানগর আ’লীগ সর্বোচ্চ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করবে মহানগর আ’লীগ - ajkerparibartan.com
সর্বোচ্চ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করবে মহানগর আ’লীগ

3:49 pm , May 3, 2019

প্রতিবেদক ॥ সবোর্চ্চ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে মহানগর আ’লীগ। এছাড়াও আগামী অক্টোবরে দলের জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য নেতাকর্মিদের নির্দেশ দেয়া হয়েছে। তাই আগামী ৩০ জুলাইয়ের মধ্যে
মহানগরের সকল ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয় সভায়। গতকাল শুক্রবার বরিশাল ক্লাবে মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আ‘লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড. আফজালুল করিম। সভায় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গির, সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু, আমিনুল ইসলাম তোতা, নিজামুল ইসলাম নিজাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবলু, কাউন্সিলর কহিনুর বেগমসহ মহানগর কমিটির নেতৃবৃন্দ, ৩০টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন। জানা গেছে, বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে ও বিশেষ বর্ধিত সভায় আলোচনা হয়, ওয়ার্ড কমিটিগুলো আরো সক্রিয় করতে হবে। তাই সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে আগামী ৩০ জুলাই এর মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে। এমনকি ছাত্র ও যুবলীগেরও পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এ জন্য সকলকে আরো তৎপর হওয়ার তাগিদ দেয়া হয়েছে। এছাড়াও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির সভাপতি (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহর মেঝো পুত্র মইন আবদুল্লাহ এফবিসিসিআইর পরিচালক হওয়ায় সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT