3:43 pm , May 3, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামে পল্লী বিদ্যুতের তার থেকে আগুনের ফুলকি নিচে পরে চার শতাধিক পানবরজ পুরে ছাই হয়ে গেছে। এতে তিনজন পান চাষীর প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার সকালে ক্ষোভ প্রকাশ করে পানচাষী রফিকুল ইসলাম ও ছাদের আলী হাওলাদার জানান, তাদের পানবরজের মধ্যের দুটি বৈদ্যুতিক খুঁটির তার থেকে গত কয়েকদিন থেকে মিসফায়ারিং হচ্ছিলো। বিষয়টি স্থানীয় পল্লী বিদ্যুতের কর্মীদের জানানো সত্বেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যুতিক খুঁটির তার থেকে আগুনের ফুলকি নিচে পরে মুহুর্তের মধ্যে তাদের তিনজন পান চাষীর চার শতাধিক পানের বরজ সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই পানবরজগুলো পুড়ে ছাই হয়ে যায়।