২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় নেয়ার নির্দেশ কলাপাড়ায় পায়রা বন্দরসহ উপকূলজুড়ে মোকাবেলায় প্রস্তুত প্রশাসন ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় নেয়ার নির্দেশ কলাপাড়ায় পায়রা বন্দরসহ উপকূলজুড়ে মোকাবেলায় প্রস্তুত প্রশাসন - ajkerparibartan.com
২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় নেয়ার নির্দেশ কলাপাড়ায় পায়রা বন্দরসহ উপকূলজুড়ে মোকাবেলায় প্রস্তুত প্রশাসন

3:18 pm , May 2, 2019

কলাপাড়া প্রতিবেদক ॥ ঘুর্ণিঝড় ফণি বঙ্গপোসাগর তীরবর্তী কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দও এলাকায় বৃহস্পতিবার দুপুর থেকে প্রভাব বিস্তার করছে। উপকূলীয় এলাকা ও তৎসংলগ্ন এলাকায় থেমে থেমে দমকা হাওয়া ও ভ্যাপসা গরম বিরাজ করছে। এদিকে কলাপাড়া ঘর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছা সেবকরা দূর্যোগের বিপদ সঙ্কেত তৃণমূলে প্রচার করছেন। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তর পায়রা সমুদ্রবন্দর এলাকায় সাত নম্বর বিপদ সংকেত জারি করার পর দূর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে। সভায় সেখানে ইউএনও মো. তানভীর রমান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ। উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ ও সরকারি কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন সংবাদ পত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান জানান, দূর্যোগ মোকাবেলার লক্ষ্যে জরুরী সভার সিদ্ধান্তে সরকারের নির্দেশনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, মেডিকের টিমগঠনসহ জরুরী ঔষধ, খাবার পানি মজুদ রাখা হয়েছে। দূর্যোগকালীন আশ্রয়ের জন্য উপজেরার ১৫৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলার লালুয়া, ধানখালী, মহিপুর এলাকার ঝুকিপুর্ণ ১৫ কিমি বেড়িবাঁধ এলাকর বেড়িবাঁধের বাইরের অন্তত সাত হাজার পরিবারের ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়ার নির্দেশণা দেয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলা বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ইতোমধ্যে চার দফা জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। দূর্যোগ বিষয়ে উপজেলা পরিষদে সার্বক্ষণিক তথ্য সরবরাহ এবং সংগ্রহের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। সরকারি সকল কর্মকর্তাদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদে আশ্রয় নেয়া হয়েছে। কলাপাড়া-মৌডুবি-রাঙ্গাবালী রুটে সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি’র) দুই হাজার ৩৭০ জন সেচ্ছাসেবক পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ঘুর্ণিঝড় ফণি কলাপাড়ায় আঘাত হানতে পারে এমন শঙ্কায় পায়রা বন্দরসহ তৎসংলগ্ন এলাকার মানুষের মধ্যে এক ধরনের উৎকন্ঠা বিরাজ করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT