3:14 pm , May 2, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলার প্রস্তুতি কর্মসূচির আওতায় সতর্কতামূলক প্রচারণাসহ নানা কর্মকান্ড পরিচালনা করছে নগর ভবন। এর অংশ হিসেবে সতর্কতামুলক প্রচারনায় নেমে পড়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সি-বোট নিয়ে কীর্তনখোলা নদীতে নেমে পড়েন প্রচারনায়। মেয়র নিজ থেকে কীর্তনখোলা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে হ্যান্ড মাইক নিয়ে আগাম সতর্কতামুলক প্রচারনার করেছেন। এ সময় তিনি নদী তীরবর্তী বাসিন্দারের নিরাপদ ও সরকারী আশ্রয় কেন্দ্রে অবস্থান করার পরামর্শ দেন ও তাদের খোজ খবর নেন। দূর্যোগে যে কোন ধরনের প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন সিটি মেয়র।