মনপুরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী-পুরস্কার বিতরন মনপুরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী-পুরস্কার বিতরন - ajkerparibartan.com
মনপুরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী-পুরস্কার বিতরন

3:30 pm , April 30, 2019

মনপুরা প্রতিবেদক ॥ মনপুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪০তম জাতীয় বিঞ্জান ও প্রযুক্তি সপ্তাহ বিঞ্জান মেলা এবং জাতীয় বিঞ্জান অলম্পিয়াড সমাপনী অনুষ্ঠানের পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল বিঞ্জান মেলার উদ্ভোধন হয়। ৩০ এপ্রিল সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিঞ্জান মেলায় মাধ্যমিক পর্যায়ের ৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩টি শিক্ষা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহন করেন। সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ ফোরকান আলী হাওলাদার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহমুদুর রশিদ। এই সময় মাধ্যমিক শিক্ষা অফিসার খান মোঃ টিপু সুলতান,শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ,মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আহম্মদ,হাজিরহাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন,মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সহকারী শিক্ষকবৃন্দ,ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। পরে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT