আগৈলঝাড়ায় দুই ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা আগৈলঝাড়ায় দুই ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় দুই ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

3:29 pm , April 30, 2019

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়া উপজেলার বাকাল ও রাজিহার ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে ২ নং বাকাল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ২০১৯-২০ অর্থ বছরে ২ কোটি ৫৫ লক্ষ ২০ হাজার ৬শত টাকার বাজেট ঘোষনা করেন দু’বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপুল দাস। বাজেটে বিভিন্ন খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ ২০ হাজার ৬শত টাকা ও বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ ১৫ হাজার টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ০৫ হাজার ৬শত টাকা। বাজেটে বসতবাড়ির ওপর কর, লাইসেন্স ও পারমিট ফি’সহ গুরুত্বপূর্ণ খাতে আয় ধরা হয়েছে এবং বিভিন্ন জনকল্যাণ মূলক কাজে ব্যয় ধরা হয়েছে। বাকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ইউপি সচিব সুবর্ণা মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী জালাল, মৃনাল কান্তি জয়ধর, সংরক্ষিত ইউপি সদস্য মায়া বাড়ৈ, সান্তনা বেগম, শিখা রানী সিকদার, ইউপি সদস্য মোঃ ইসহাক আলম পাইক, রমেশ সরকার, বিনয় বৈরাগী, বিমল অধিকারী, গনেশ পান্ডে, নির্মল বিশ্বাস, অজিত শিকারী, সোবাহান মিঞা, সমাজসেবক তৈয়ব আলী খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন। অপরদিকে মঙ্গলবার সকালে ১নং রাজিহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাশাইল বাজারের টল ঘরে প্রস্তাবিত উন্মুক্ত বাজেট পেশ করেন দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস তালুকদার। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ইউপি সচিব গৌতম পাল, আওয়ামী লীগ নেতা এইচএম মতিউর রহমান, সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান মৃধা, শরীক প্রকল্প’র এনজিও প্রতিনিধি রাজীব মজুমদার, সংশ্লিষ্ঠ ইউপি সদস্যগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাজেট সম্পর্কে চেয়ারম্যান ইলিয়াস তালুকদার উপস্থিত জনগনকে বলেন, ২০১৯-২০ অর্থ বছরে হোল্ডিং ট্যাক্স, বিভিন্ন সনদপত্র প্রদান, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, হাট বাজার ইজারা থেকে রাজস্ব আয়, এলজিএসপি, টিআর, কাবিখা, কাবিটা, ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প, ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন উন্নয়ন খাতে রাজস্ব আয় ধরা হয়েছে ১০ লাখ ৫৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ৫শ ৮৭ টাকা। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ২ কোটি ৫২ লাখ ১৪ হাজার ৫শ ৮৭ টাকা। প্রাপ্ত সম্পদ থেকে বিভিন্ন উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫২ লাখ ৩ হাজার ৮শ ৫৮টাকা। প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ১০ হাজার ৭ শ টাকা ২৯টাকা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT