বিএনপি নির্বাচনেও গেল শপথও নিল Ñআনোয়ার হোসেন মঞ্জু বিএনপি নির্বাচনেও গেল শপথও নিল Ñআনোয়ার হোসেন মঞ্জু - ajkerparibartan.com
বিএনপি নির্বাচনেও গেল শপথও নিল Ñআনোয়ার হোসেন মঞ্জু

3:25 pm , April 30, 2019

কবির খান, ভা-ারিয়া ॥ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন বিএনপি’র কথা আর কাজের ঠিক নেই। বার বার কছম করেছিল প্রধান মন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না, আবার বলেছিল শপথ নেবে না শেষ পর্যন্ত শপথও নিল। তিনি আগামী প্রজন্মের উদ্দেশ্যে বলেন নেতৃত্ব দানের জন্য সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে ভা-ারিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অভিষেক ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে এসব কথা বলেন। তিনি আরও বলেন আপনারা এক থাকবেন মিলেমিশে থাকবেন এক থাকলে এলাকার উন্নয়নকে কেহ বাধাগ্রস্থ্য করতে পারবেনা। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফাইজুর রশিদ খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা জেপির সদস্য সচিব মো. ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা যুবলীগ আহবায়ক তালুকদার এনামুল কবির টিপু, যুগ্ম আহবায়ক মো. লিটন পেশকার, মো. সফিক মান্নান, উপজেলা ছাত্রলীগ সভাপতি এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম কাইউম প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT