বানারীপাড়ায় কর ফাঁকির অভিযোগ বানারীপাড়ায় কর ফাঁকির অভিযোগ - ajkerparibartan.com
বানারীপাড়ায় কর ফাঁকির অভিযোগ

3:02 pm , April 29, 2019

বানারীপাড়া প্রতিবেদক ॥ সমৃদ্ধশালী এলাকা বানারীপাড়ার সিংহভাগ ব্যবসায়ী ও গৃহ সম্পত্তির মালিকের বিরুদ্ধে কর প্রদান না করার অভিযোগ পাওয়া গেছে। বানারীপাড়ায় পৌর শহর সহ উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক বহুতল আবাসিক ও অনাবাসিক ভবন এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠলেও এর মালিকদের মাঝে কর প্রদানে চরম অনীহা পরিলক্ষিত হচ্ছে। এমনকি নামি দামি কোম্পানীর স্থাণীয় ডিলারদের বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ রয়েছে। অথচ দেশের সার্বিক উন্নয়নে প্রতিটি করযোগ্য সু-নাগরিকের নিয়মিত কর প্রদান করা নৈতিক দায়িত্ব। বরিশাল কর অফিস সূত্রে জানা গেছে বানারীপাড়া উপজেলায় মাত্র ৩৫০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কর প্রদান করে থাকেন প্রকৃতপক্ষে এ উপজেলায় করদাতার সংখ্যা হওয়া উচিৎ ছিলো ২ হাজার জনের অধিক। এদিকে ব্যবসা ও সম্পদের তথ্য গোপন করে যারা কর ফাঁকি দিচ্ছেন তাদের চিহিৃত করে আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যে জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে।চলমান ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের জন্য রাজস্ব বোর্ডের অধীনস্থ দপ্তরসমূহ জরিপ কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে সম্ভাব্য করদাতা চিহিৃত করতে বানারীপাড়ার পৌরসভার মেয়র ও উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে সকল গৃহ সম্পত্তি ও ব্যবসায় নিয়োজিত ব্যক্তিবর্গের তথ্য সংম্বলিত তালিকা চেয়ে বরিশাল কর অঞ্চলের (সার্কেল-২২) সহকারী কর কমিশনার এস এম গাউস-ই- নাজ সম্প্রতি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে হোল্ডিং নম্বর ও ইস্যুর তারিখ সহ সকল গৃহ সম্পত্তির মালিকের নাম,গৃহ সম্পত্তির অবস্থান,ও ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ীদের নাম, ব্যবসার ধরণ এবং ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা (হোল্ডিং নম্বর সহ) সহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। বানারীপাড়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল কর অফিসের ওই চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করে জানান কর অফিসের চাহিদা অনুযায়ী সকল তথ্য লিখিত ভাবে প্রেরণের প্রক্রিয়া চলছে। উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যানরাও একই কথা জানিয়েছেন। এদিকে এ তালিকা পাওয়ার পরেই তাদের ধন-সম্পদ ও ব্যবসার অর্থের উৎসের অনুসন্ধান করা হবে বলে জানা গেছে।এ প্রসঙ্গে বরিশাল কর অঞ্চলের (সার্কেল-২২) সহকারী কর কমিশনার এস এম গাউস-ই- নাজ জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা,দারিদ্র ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা বিনির্মাণ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়ন করতে দেশের প্রতিটি করযোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কর দেওয়া প্রয়োজন।তিনি দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বেগবান করতে কর প্রদানে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT