3:02 pm , April 29, 2019

শাকিল মাহমুদ বাচ্চু ,উজিরপুর ॥ উজিরপুরের স্কুল ছাত্র নয়ন হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মাদক সেবনের প্রতিবাদ ও মোটর সাইকেল ক্রয় করার টাকার জন্য বখাটেরা নয়নকে কুপিয়ে হত্যা করে। হত্যাকান্ডের মিশনে অংশ নেন ৫ জন। হত্যাকান্ড’র সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে আটককৃত উজিরপুরের ভরসাকাঠী গ্রামের ওসমান আলীর বখাটে পুত্র আশিক (১৩) নিজে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স¦ীকার করেছে। সোমবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিচারক রেজওয়ানা আফরিনের কাছে বখাটে আসিক হত্যাকান্ডের বিস্তারিত প্রকাশ করে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন। আদালত আশিককে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন। হত্যাকান্ডের ঘটনায় নিহত স্কুল নিহতের পিতা সেবাহান হাওলাদার বাদী হয়ে অজ্ঞতনাদের আসামী করে রোববার ২৮ এপ্রিল বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। শেবাচিমে ময়না তদন্ত শেষে সেমবার বিকালে নয়নের দাফন সম্পান্ন হয় নিজ বাড়ি উজিরপুরের ভরসাকাঠী গ্রামে। এদিকে নয়ন হত্যার বিচারের দাবীতে তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার দুপুরে ঢাকা -বরিশাল মহাসড়কে বামরাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।পুলিশ জানিয়েছে প্রাথমিক ভাবে তারা নিশ্চিত হয়েছেন ৫ বখাটে কিশোর পরিকল্পিত ভাবে রাতে পাট ক্ষেতের মধ্যে নিয়ে নয়নকে হত্যাকরে লাশের সাথে ইট দিয়ে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেয় নদীতে দ্রুত ভাট লাগার কারনে লাশটি দুরে সরেযেতে পারেনি। হত্যাকান্ডের পর দ্রুত লাশ ফেলে দিয়ে হত্যাকারীরা পালিয়ে গেলেও আসিক নিজ এলাকায় অবস্থান নেন পুলিশ তাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেন। উল্লেখ্য শনিবার সন্ধ্যায় উজিরপুরের বামরাইলের ভরসাকাঠী গ্রামের সোবাহান হাওলাদারের স্কুল পড়–য়া ছেলে নয়নকে বাড়ি থেকে ডেকে নিয়ে মুক্তিপণের দাবীতে হত্যা করে দূর্বৃত্তরা লাশ নদীতে নিক্ষেপ করে। পরদিন রোববার নদীর পার থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে, উজিরপুর উপজেলার বামরাইল এবি মাধ্যামিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র ইসরাফিল হাওলাদার নয়নকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটি ও অভিভাবকদের অংশগ্রহনে ঢাকা-বরিশাল মহাসড়কের স্কুল সংলগ্ন বামরাইল বাসষ্ট্যান্ডে ঘন্ট্যাব্যাপী মানববন্ধন চলকালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ ইউসুফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাওন বালী, ইউপি সদস্য শিল্পী বেগম প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।