3:43 pm , April 28, 2019
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় ক্রিকেট সহ বিভিন্ন খেলাকে কেন্দ্র রমরমা জুয়ার আসর বসছে পৌর শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের দোকানে দোকানে। প্রকাশ্যে চলা এই সব জুয়ার আসরে পরিধি বেড়েই চলেছে। অভিযোগ রয়েছে এখানে এই জুয়া খেলা অডিস নামে পরিচিত। সম্প্রতি এসব খেলায় ধ্বংশ হয়ে গেছে এখানকার বিভিন্ন পেশার অনেকেই। কথিত রয়েছে প্রতিদিন এ উপজেলায় প্রায় ৮/১০ লাখ টাকার জুয়া খেলা হয় বিভিন্ন খেলাকে কেন্দ্র করে। তবে সম্প্রতি এ্যানড্রয়েট মুঠোফোন থেকে গুগলে গিয়ে লুডু খেলা নিয়ে চলছে জুয়া। আর এই খেলায় সর্বশান্ত হচ্ছে মধ্যবিত্ত ও নি¤œ বিত্ত পরিবারের লোকেরা। সরেজমিনে দেখাগেছে উপজেলার বিভিন্ন চায়ের দোকান ও রেস্টুরেন্টে সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এই খেলায় মত্ত থাকে বেশিরভাগ কিশোর এবং যুবক। এদের মধ্যে উল্লেখযোগ্য রিক্সা, ভ্যান, অটো, ট্রলি, টমটম, বৌ-গাড়ির ড্রাইভার এবং ক্ষেতখামারে কাজ করা মজুর’রা। গত ২১ এপ্রিল (শবে বরাতের দিন) উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মালিকান্দা গ্রামে বিকেল সাড়ে ৫টার দিকে এলাকার কতেক যুবক মুঠোফোনে লুডু খেলার সময় ওই গ্রামের মো. জামাল হাওলাদারের ছেলে মো. শাকিল (১৫) তাদেরকে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মামুন সরদার.রিয়াজ সরদার,বাবুল সরদার,শাওন সরদার ও রাজু ওই কিশোরকে মারধর করে। এমনকি ওই দিন রাতে পবিত্র শবে-বরাতের নামাজের পরেও তারা শাকিলের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসে। এব্যপারে জামাল হাওলাদার বাদী হয়ে বানারীপাড়া থানায় উল্লেখিত ৫জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ করেছেন।