অর্থ আত্মসাত ও হত্যার হুমকির অভিযোগে বিআরটিসির ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা অর্থ আত্মসাত ও হত্যার হুমকির অভিযোগে বিআরটিসির ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
অর্থ আত্মসাত ও হত্যার হুমকির অভিযোগে বিআরটিসির ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা

3:43 pm , April 28, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ প্রতারনার করে অর্থ আত্মসাত মারধর ও হত্যার হুমকির অভিযোগে বিআরটিসির ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রবিবার ঝালকাঠি জেলার বাউকাঠি গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বাদী হয়ে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের বিচারক মো. মারুফ আহমেদ মামলাটি পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন (পিপিআই)কে তদন্তের নির্দেশ দেন। অভিযুক্ত জামিল হোসেন বিআরটিসির বরিশাল শাখার ব্যবস্থাপক। আদালত সুত্র জানায়, বরিশাল টু খুলনা রুটের জন্য গাড়ির লিজের আবেদন করেন মিজানুর রহমান। পরে ২ লাখ টাকা জামানত ও ১৯ হাজার টাকা প্রতিদিন ভাড়া চুক্তিতে লিজ নেয় মিজানুর রহমান। এর প্রেক্ষিতে গত ৬ মার্চ দুপুর ১ টায় মিজানুর রহমান তার কাছে জামানতের ২ লাখ টাকা জমা দেয়। এ সময় তিনি ৫০ হাজার টাকার রসিদ দেন এবং বাকি দেড় লাখ টাকা বিআরটিসির প্রধান কার্যালয়ে সিকিউরিটি হিসেবে জমা আছে বলে উল্লেখ করেন। পরে গাড়ি চালানো অবস্থায় তাকে প্রতিদিন ১৯ হাজার টাকা ভাড়া দেয়ার পরেও সে ১৬ হাজার ৫শ টাকা রসিদ দেয়। বাকি ২ হাজার ৫শ টাকা কল্যান তহবিলে জমা হয় বলে জানান। গাড়িতে লোকসান হতে শুরু করলে গত ২১ এপ্রিল দুপুর ১২ টায় মিজানুর রহমান বিআরটিসির ব্যবস্থাপক জামিল হোসেনের কার্যালয়ে হাজির হয়ে জামানতের টাকা ফেরত চায়। এতে ক্ষিপ্ত হয়ে জামিল হোসেন তার লোক দিয়ে রুমের মধ্যে আটকে রেখে মারধর করে। এছাড়াও সাদা কাগজে স্বাক্ষর নিয়ে টাকা ফেরত দিবে না বলে উল্লেখ করে। এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে এবং টাকা ফেরত চাইলে তাকে হত্যা করার হুমকি দেয়। এ ঘটনায় গতকাল মামলা করলে বিচারক ওই আদেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT