বাকেরগঞ্জে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে বিধবা নারীর সংবাদ সম্মেলন বাকেরগঞ্জে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে বিধবা নারীর সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
বাকেরগঞ্জে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে বিধবা নারীর সংবাদ সম্মেলন

3:42 pm , April 28, 2019

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক বিধবা নারী। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ শাখায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার আউলিয়াপুর গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী লিলি বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী বেচেঁ থাকাকালীন সময় হতেই একই গ্রামের মৃত রশিদ ফকিরের দুই ছেলে অসিম ফকির (৩৭), জসিম ফকির (৪৫), জসিম ফকের স্ত্রী পারভীন বেগম পিংকি (৩৮), মৃত কাঞ্চন ফকিরের ছেলে রিয়াজ ফকির (৪৫) এর সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। ওই জমিটিতে বৃটিশ শাসন আমল থেকে একটি টিনসেড দোকান ঘর নির্মাণ করে দোকানদারী করতেন তার তাদা শ্বশুর। পরে পর্যায়ক্রমে দোকানের মালিক হন লিলি বেগমের স্বামী। সে মারা যাওয়ার পরে ওই জমিটি থেকে লিলি বেগমেকে উচ্ছেদ করতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে তারা। এক পর্যায় গত ০৮ এপ্রিল (সোমবার) সকাল ১০ টায় ওই আসামীরা দলবদ্ধ হয়ে দোকান ভাংচুর ও মালামাল লুট করে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং তাদের মারধর করেন তারা। পরে গত ১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় লিলি বেগমের বাড়িতে এসে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন তারা। এ ঘটনায় লিলি বেগম বাদী হয়ে গত ১৭ এপ্রিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৪৫/১৯ (বাকেরগঞ্জ)। মামলা করার পর থেকে আসামীরা লিলি বেগম ও তার পরিবারকে বিভিন্ন হুমকী ধামকি দিচ্ছে। বর্তমানে অসহায় পরিবারটি নিরাপত্তাহীনতা ভুগছে। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT