3:42 pm , April 28, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মাদক মামলায় মহানগর আ’লীগের নেতা জাহিদুর রহমান মনির মোল্লাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছে আদালত। রবিবার বেলা ১২টায় বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কবির উদ্দিন প্রামানিক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে আদালত থেকে ওয়ারেন্ট জারি করা হলেও পলাতক ছিলেন জাহিদুর রহমান মনির। জানা গেছে, মাদক সহ পৃথক দুই মামলায় জাহিদুর রহমান মনির মোল্লা সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের পরিদর্শক জসিম উদ্দিন ২০১৮ সালের ২১ ডিসেম্বর কোতয়ালী মডেল থানার সংশ্লিষ্ট জিআরও শাখায় এই চার্জশীট জমা দেন। দায়ের হওয়া দুই মামলার চার্জশীটে অভিযুক্ত আসামীরা হলো, বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের জাহিদুল ইসলাম, একই ইউনিয়নের কামরুল ইসলাম তালুকদার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম সানি (কং নং-১৬৮৮)। এছাড়া পরবর্তী তদন্তে পাওয়া আসামীরা হলো, বরিশাল নগরীর ২৫নং ওয়ার্ডের বাসিন্দা ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা, ঝালকাঠি জেলার আখরপাড়া গ্রামের শামীম চৌধুরী, মো. নাছির, বাকেরগঞ্জ উপজেলার কালিদাসিয়া গ্রামের বাসিন্দা ও রূপাতলী ২৩নং ওয়ার্ডের নাসির উদ্দিনের ভাড়াটিয়া নাসির খান, পশ্চিম চরকাউয়া ২নং ওয়ার্ডের মো. মিলন, কক্সবাজারের টেকনাফ’র বাসিন্দা সৈয়দ মোর্শেদুর রহমান, একই এলাকার দ্বীপশ্রীকুল গ্রামের শশাংক বড়–য়ার মেয়ে রতœা বড়–য়া, বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের আজিজুল হক, ঝালকাঠি জেলা সদরের রেকছোনা বেগম, দিনাজপুরের মাছপাড়া ভাবকি গ্রামের আব্দুস ছালাম, টেকনাফের দরগাহছড়া গ্রামের জাহেদ হোসাইন ও ময়মনসিংহ এর গারাজান মধ্যপাড়ার বাসিন্দা সোহেল। চার্জশীট সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকার ওজোপাডিকো গেটের সামনে থেকে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫২ পিচ ইয়াবাসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওজোপাডিকোর রেষ্ট হাউসে তারই কক্ষ থেকে ২শ’ পিচ ইয়াবাসহ কামরুল ইসলাম ও ১শ’ পিচ ইয়াবাসহ পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ। এছাড়া জাহিদের বিছানার নিচ থেকে আরো একশ পিচ মিলিয়ে মোট ৪৫২পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় ডিবি’র এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় পুলিশ কনস্টেবল সহ তিনজনকে অভিযুক্ত করে পৃথক দুটি মামলা দায়ের করে।