3:39 pm , April 28, 2019

শাকিল মাহমুদ বাচ্চু , উজিরপুর ॥ উজিরপুরে মুক্তিপন না পেয়ে স্কুল ছাত্র কিশোরকে কুপিয়ে হত্যা করে লাশটি বস্তায় ভরে সন্ধ্যা নদীতে ফেলে দেয় দুবৃর্ত্তরা। রোববার স্কুল ছাত্র নয়ন হাওলাদারের (১৪) লাশ উদ্ধার করা হয়। সে উজিরপুর উপজেলার ভরসাকাঠী গ্রামের ছোবাহান হাওলাদারের পুত্র ও বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। শনিবার সন্ধ্যায় ওই ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাবা মায়ের কাছে মুক্তিপণ দাবী করে দুর্বৃত্তরা। মুক্তিপন না পেয়ে তাকে কুপিয়ে হত্যা করে লাশটি বস্তায় ভরে সন্ধ্যা নদীতে ফেলে দেয়। পুলিশ ঘটনার সাথে জড়িত ভরসাকাঠী গ্রামের ওসমানের পুত্র বখটে আসিক(১৩) আটক করেছে। লাশটি ময়না তদন্তর জন্য বরিশাল শেবাচিমের মর্গে প্রেরন করেছে। নিহত নয়নের মাথায়একাধিক কোপের দাগ রয়েছে। পুলিশের ধারনা নয়নকে রাতেই কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়সুত্রে জানাগেছে , নয়নের পিতা সোবাহান ও মা রুবি চট্রগ্রামে চাকুরি করার সুবাধে সে তারবোন ফারজানা ৮ম শ্রেনীর ছাত্রীকে নিয়ে দাদা আব্দুল খালেক হাওলাদারের সাথে নিজ বাড়ীতে থাকতো শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বাড়ির কাছে সবজি বাগানে নয়ন তার নিজ দাদীর সাথে সবজি উঠানোর সময় তাকে একজন লোক ডেকে নিয়ে যায় রাত ৯ টার নয়নের কাছে থাকা তার দাদীর মোবাইল ফোন দিয়ে মা রুবি বেগমকে দুর্বৃত্তরা নয়নের মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবী করেন। এক পর্যায়ে দুর্বৃত্তরা নয়নের পরিবার বলেন ১০ লাখ টাকা দিলে তাকে ফেরত দিবে তা না হলে নয়নকে মেরে ফেলবে বলে হুমকি দেন । নিহত নয়নের বোন ফারজানা (১২) বলেন সন্ধ্যার ঠিক আগে একজন লোক এসে তার ভাইকে ডেকে নিয়ে যায়।এরপর সারা রাতে তাকে খুজে পায়নি । সকালে নদীতে বস্তা ভড়া অবস্তায় লাশটি উদ্বার করা হলে দেখেন ওই লাশটি তার ভাইয়ের। নিহত নয়নের পিতা ছোবাহান বলেছেন,তার ছেলের অপহরনকারীরা তার কাছে টাকা চেয়েছিল সে দিবে বলে স্বীকার করার পরও তাকে হত্যা করেছে।^ বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস বলেন, রহস্যজনক হত্যাকান্ডটির ক্লু উৎঘটনে পুলিশ কাজ করছে।নয়নের বাবা কাছে কারা মুক্তিপণ চেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।