ভিসির পদত্যাগের দাবীতে ববি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষক-কর্মচারীরা ভিসির পদত্যাগের দাবীতে ববি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষক-কর্মচারীরা - ajkerparibartan.com
ভিসির পদত্যাগের দাবীতে ববি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষক-কর্মচারীরা

3:21 pm , April 18, 2019

মোঃ মনিরুজ্জামান : বরিশাল বিশ্ববিদ্যালয় ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের চলমান ভিসি বিরোধী আন্দোলনের সাথে যোগ দিয়েছে শিক্ষক ও কর্মচারীরা। ভিসি প্রফেসর ড. এসএম. ইমামুল হক’র ১৫ দিনের ছুটি মঞ্জুর প্রত্যাখান করে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে মানববন্ধন করা হয়। ‘বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে অবস্থান কর্মসুচী পালন করা হয়। ভিসিকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে তার পদত্যাগের দাবী জানিয়ে বক্তব্য দেয় শিক্ষক সমিতি, কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ (গ্রেড ১১-১৬ ) ও শিক্ষার্থীরা। মানববন্ধনের শুরুতে (গ্রেড ১১-১৬ ) কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মো. বনি-আমিন বলেন, ‘এই ভিসি এখানে আসার পর থেকে বিভিন্ন আইন করার মাধ্যমে আমাদেরকে শোষন করেছে। এমনকি আজকে থেকে বিশ্ববিদ্যালয় হিসাব নং বন্ধ করে দিয়েছে। তিনি আন্দোলন থামানোর জন্য বিভিন্ন কুট কৌশল অবলম্বন করেছেন। কিন্তু তার এ কুট কৌশল কখনো সফল হবে না।’
বরুন কুমার দে বলেন, ‘দুর্নীতিবাজ ভিসি ইমামুল হক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় দুর্নীতি করেছেন। ভিসির দুর্নীতির সকল তথ্য তার কাছে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।’ বর্তমান শিক্ষক সমিতির সহ-সভাপতি সরদার কায়সার আহম্মেদ বলেন, ঢাকায় বিশ্ববিদ্যালয়ের লিয়াজো অফিস এখানে নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের জন্য তিনি অতি দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।’ ‘দুর্নীতিবাজ ভিসির সকল দুর্নীতি তদন্ত করে তাকে দ্রুত অপসারন করে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু করার কথা বলেন ইংরেজী বিভাগের অধ্যাপক তানভির কায়সার। এছাড়াও শিক্ষকদের মাঝে আরও বক্তব্য রাখেন ভু-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ড. ধিমান কুমার রায়, সমাজবিজ্ঞান বিভাগের মোঃ সাদিকুর রহমান, মোঃ আলমগীর হোসেন, ইংরেজী বিভাগের মিজানুর রহমান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আরিফ হোসেন, বর্তমান শিক্ষক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন। শিক্ষার্থীদের থেকে মার্কেটিং বিভাগের মোঃ লোকমান হোসাইন বলেন, ‘বর্তমান রেজিস্টারের দায়িত্বে থাকা ও বর্তমান শিক্ষক সমিতির সভাপতি হাসিনুর রহমান ও জনপ্রশাসনের দায়িত্বে থাকা ফয়সাল আহম্মেদ রুমিকেও পদত্যাগ করতে হবে। তারা ঢাকায় লিয়াজো অফিসে বসে নানা ধরনের আইন পাশ করেন যা অন্যায়।’ শিক্ষার্থী শাহরয়িার আহম্মেদ মিজান বলেন, ‘শিক্ষার্থীদের রক্ত কখনো বৃথা যায় না। ৫২তে, ৭১এ যায়নি আজও যাবে না। আমরা রক্ত দিয়েছি অন্যায় ও শোষণের বিরুদ্ধে। আমরা অতি দ্রুত এ স্বৈরাচার ভিসির পদত্যাগ চাই।’ শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও কথা বলেন শফিকুর ইসলাম, আল-আমিন হোসাইন, সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের আসাদ জামান, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মুন আলিশা। সর্বশেষ বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবু জাফর মিয়া বলেন, ‘আমরা ভিসির ছুটিকে প্রত্যাখ্যান করছি। আমরা ভিসির বাধ্যতামুলক ছুটি চাই। লিয়াজো অফিসকে আমরা বয়কট করছি। এ মানববন্ধনে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একাংশ, কর্মকর্তা কর্মচারী কল্যাণ (গ্রেড ১১-১৬ ) পরিষদের সদস্যরা এবং বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা অংশ নেন। উল্লেখ যে, গতকাল বৃহস্পতিবার এক জরুরী নোটিশের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় ব্যাংক হিসাব নং থেকে যাবতীয় অর্থ লেনদেন বন্ধ করে দেয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT