হাতেম আলী কলেজ থেকে দেশীয় অস্ত্র সহ দুই ছাত্র আটক হাতেম আলী কলেজ থেকে দেশীয় অস্ত্র সহ দুই ছাত্র আটক - ajkerparibartan.com
হাতেম আলী কলেজ থেকে দেশীয় অস্ত্র সহ দুই ছাত্র আটক

3:20 pm , April 18, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে মারামারির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ দুই ছাত্রকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাপাতি ও এসএস পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হলো- সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও নগরীর কাউনিয়া ব্র্যাঞ্চ রোডের বাসিন্দা পঙ্কজ কুমার দাস এর ছেলে পার্থ দাস এবং একই কলেজের ছাত্র ও উজিরপুর উপজেলার বাসিন্দা রুহুল আমিন বেপারীর ছেলে জোবায়ের হোসেন। কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ জানান, ‘হাতেম আলী কলেজে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরে আটক হওয়া দুই ছাত্র ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও মারামারির প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ক্যাম্পাসের মধ্যে অভিযান চালিয়ে ওই দুই ছাত্রকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, ১টি এসএস পাইপ, ১টি লোহার পাত ও ১টি চেইন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসআই মহিউদ্দিন আহমেদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT