3:17 pm , April 17, 2019
পাথরঘাটা প্রতিবেদক ॥ বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরার ওপর সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী জানিয়ে পাথরঘাটায় মানববন্ধন করেছে উপকুলের জেলেরা। আজ বুধবার সকাল ১০টায় বরগুনা জেলা মৎস্যজীবি সমিতির বিভিন্ন সংগঠনের যৌথ আয়োজনে পৌর শহরের গোলচত্বরের এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে প্রায় ১০ হাজার মৎস্যজীবিসহ বিভিন্ন পেশা জীবি সংগঠন অংশ নেয়। মানববন্ধন শেষে প্রধান মন্ত্রীর বরাবরে পাথরঘাটা মৎস্য দপ্তরের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাথরঘাটা নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ট্রলার মালিক মোস্তফা গেলাম কবির, পাথরঘাটা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যডভোকেট জাবির হোসেন, কালমেঘা ইউপি চেয়াম্যান আকন মোঃ শহিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ট্রলার মালিক এনামুল হক মনি, বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ মান্নান মাঝি, আবুল ফরাজি, আলম মোল্লা, মাসুম কম্পানী, মৎস্য পাইকার সমিতির সভাপতি টিপু আলম, এ্যডভোকেট আবদুর রহমান জুয়েলসহ আরও অনেকে।বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মারিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে জেলে সংগঠনের নেতারা জানান, ট্রলিং জাহাজের প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকে। চলতি মৌসুমে ট্রলিং জাহাজ মালিকদের দাবীর কারনে উপকুলের সকল ধরণের ইঞ্জিন চালিত ট্রলারে মাছ ধরা বন্ধ করার জন্য এই নিষেধাজ্ঞার আওতায় এনে খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর। এ খবরের ভিত্বিতে আন্দোলনে নামে জেলেরা। মানববন্ধনে জেলেদের শরীরে ও মাথায় দাফনের কাপর জড়ানো ছিল। পরবর্তীতে তারা কঠোর আন্দোলনে যাবেন বলে জেলে সংগঠনের নেতারা হুশিয়ারী দেন।