লালমোহনে জাতীয় স্বাস্থ্য সেবা পালন লালমোহনে জাতীয় স্বাস্থ্য সেবা পালন - ajkerparibartan.com
লালমোহনে জাতীয় স্বাস্থ্য সেবা পালন

3:06 pm , April 16, 2019

লালমোহন প্রতিবেদক ॥ স্বাস্থ্য সেবা অধিকার-শেখ হাসিনার অঙ্গীকার এ শ্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে লালমোহনে জাতীয় স্বাস্থ্য সেবা পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে জাতীয় স্বাস্থ্য সেবা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আর,এমও ডা. মোঃ মহসিন। জাতীয় স্বাস্থ্য সেবা উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোঃ নুরুজ্জামানের সহযোগিতায় হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। অনুষ্ঠানে নবাগত ডা. ফারজানা আক্তার জুটি প্রধান অতিথিকে ফুলদিয়ে বরণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মৌসুমী তাজা ফল খান, সুস্থ হার্ট, সুস্থ জীবন গড়–ন। মানুষকে সুস্থ থাকতে ধুমপান সহ ক্ষতিকর খাদ্য পরিত্যাগ করার পরামর্শ দেয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT