3:04 pm , April 16, 2019

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ উজিরপুরে এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের বেশী ফলনে কৃষকের চোঁখে মুখে এখন হাসির ঝিলিক। উজিরপুর উপজেলার সর্বত্র ফসলের মাঠ জুড়ে কাঁচা- পাকা ধানের মৌ মৌ গন্ধের সুভাষে জেন সব শ্রেনীর মানুষের মনে আনন্দ’র শিহরন জেগেছে। ক’দিন পরই বরিশাল অঞ্চলে শুরু হবে ধান কাটার মৌসুম তাই আনন্দ’র পাশাপাশি চিন্তিত কৃষকরা ধানকাটার কাজে নিয়োজিত দিনমজুদের নিয়ে।চলতি মৌসুমে উজিরপুর উপজেলার ৯ টি ইউনিয়নে ও পৌর এলাকায় লক্ষমাত্রার চেয়ে ২ শত মেট্রিক টন ধান বেশী ফলন হবে বলে জানিয়েছেন উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা।তিনি আরও জানিয়েছেন চলতি ইরি -বোরো মৌসুমে কৃষকরা বেশ সচেতন থাকার কারনে ধানে পোকার আক্রমন ছিলো কম সেকারনে ভাল ফলন হয়েছে ধানের। এ মৌসুমে ৮১ হাজার ৬শত মেট্রিক টন ধানের উৎপাদন লক্ষমাত্রা থাকলেও উৎপাদন হবে প্রায় ৮১ হাজার ৮শত মেট্রিক টন । উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের কৃষক নুরুজ্জামান সাব্বির জানিয়েছেন এ বছর এপ্রিলের শেষে ধান কাটার মৌসুম শুরু হবে চলতি বছরে রোধের তাপ কম থাকায় ধান পাকতে একটু দেড়ি হচ্ছে। তিনি ৫ জৈষ্ঠ জমিতে বোরো চাষ করেছেন,ধানের বাম্পার ফলন হয়েছে, তবে কৃষকরা কাল বৈশাখী ঝড়ের আতংকে রয়েছে জমিতে আধা পাকা ধান নিয়ে। ওই এলাকার ব্লক ম্যানেজার শামীম বলেছেন,এবছর ধানের বাম্পার ফলনে তারাও লাভবান হবেন। উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন তালুকদার বলেছেন, চলতি এবছর ১৩ হাজার ৪শত ৫০ লক্ষমাত্রা থাকলেও অর্জিত হয়েছে, ১৩ হাজার ৬শত মেট্রিক টন তার মধ্যে উকসি ৭/৮ জাতের হাই ব্রীট ১৫/২০ জাতের ধানের চাষ হয়েছে। তবে উজিরপুরের সাতলা ইউনিয়নে সবচেয়ে বেশী জমিতে ইরি-বোরো ধানের চাষ করা হয়েছে।