চরফ্যাসনে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ চরফ্যাসনে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ - ajkerparibartan.com
চরফ্যাসনে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

3:14 pm , April 15, 2019

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনে বেকার ৩৫ জন গ্রামীণ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রামীণ বেকার নারীদের হাতে সেলাই মেশিনগুলো তুলে দেন। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জ্যাকব বলেছেন, সেলাই মেশিনগুলো ব্যবহার করে গ্রামীণ নারীরা নিজেকে এবং পরিবারকে স্বাবলম্বী করে গড়বেন। সরকার প্রত্যেক গ্রামীণ বেকার নারীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সর্বত্মক সহযোগিতা করছে। প্রত্যেক পরিবারের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে এই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও জীবন মানের উন্নতি ঘটবে। তিনি আরো বলেন, ব্যতিক্রমধর্মী উন্নয়নের ফলে চরফ্যাসন এখন দেশী-বিদেশী পর্যটকদের আগ্রহের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় আগামী দিনে আধুনিক উন্নত ও সমৃদ্ধ চরফ্যাসন গড়ে তোলা হবে। উপজেলা প্রসাষনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপত্বিতে আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাহাজন, সহকারী কমিশনার(ভুমি) আশীষ কুমার, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র, ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম মিলা প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT