3:12 pm , April 15, 2019
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বাঙালির প্রাণের উৎসব বাংলা ১৪২৬ বঙ্গাব্দের শুভ নববর্ষ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের উদ্যেগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের মাঠে বাংলা নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক মোঃ আমিনুল ইসলাম দিলীপ এর সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাগধা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আঃ রহমান মিয়া, উপজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ফরাদ তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক নেতা ফিরোজ শিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক জাকির পাইক, বাগধা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এআর ফারুক বখতিয়ার, সাধারণ সম্পাদক ইউনুস আলী মিয়া, স্থানীয় শিক্ষক জুরান চন্দ্র সরকার, ওয়াদুদ খাঁন, কাউয়ুম তালুকদার ও মোখলেস সরদার, সাইলু মিয়া, সোহাগ মিয়া, নয়ন তালুকদারসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। সভায় বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের পক্ষ থেকে বাগধা স্কুল এন্ড কলেজের ১৭ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ব্যান্ড মাতৃভূমী এর শিল্পী এইচ এম আল-আমিন, মেঘলা হালদার, জয়ন্ত হালদার, অবিনাশ সমদ্দার, সুকান্ত হালদার, হালদারসহ বিভিন্ন শিল্পীবৃন্দ।