3:11 pm , April 15, 2019

প্রতি বছরের ন্যায় এ বছরে ও বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়নে ২ দিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। বাকপুর ব্রাদার্স এর আয়োজনে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই বৈশাখী মেলা । ৩০শে চৈত্র ও ১লা বৈশাখ ১৪২৫ ও ১৪২৬ বাংলা ১৩ ও ১৪ই এপ্রিল ২০১৯ রোজ শনিবার ও রবিবার বাকপুর ব্রাদার্স এর উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে দুই দিনব্যাপী বৈশাখী মেলা উদযাপন করা হয়। মেলা মামলা করেছে। পুলিশ জানায়, গত ১০ এপ্রিল সকাল ৯ টায় উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া এলাকার পান বিক্রেতা লব হালদারের নেতৃত্বে দুর্বৃত্তরা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে। এ ঘটনায় পুলিশে অভিযোগ করে তার পরিবার। গত রবিবার রাতে ভারতে পাাঁচারকালে টুঙ্গিপাড়ার গ্রাম থেকে তাকে উদ্ধার করে পুলিশ। বানারীপাড়া থানার ওসি মো. খলিলুর রহমান জানান, গতকাল সোমবার সকালে ভিকটিমকে আদালতে ২২ ধারায় জবানবন্ধি রেকর্ড করানো ও শেবাচিম হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।