সিউলে বরিশাল কমিউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও উদ্যোক্তা সভা সিউলে বরিশাল কমিউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও উদ্যোক্তা সভা - ajkerparibartan.com
সিউলে বরিশাল কমিউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও উদ্যোক্তা সভা

3:09 pm , April 12, 2019

পরিবর্তন ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বরিশাল কমিউনিটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও উদ্যোক্তা বিষয়ক আলােচনা সভা অনুষ্ঠিত হয়। গত রবিবার (৭ এপ্রিল) বরিশাল কমিউনিটি ইন কোরিয়ার উদ্যোগে দিনব্যাপী এ আয়োজনে বরিশাল প্রবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ আয়োজনে অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। স্বদেশে স্বজনদের ছেড়ে দূর দেশে আসা প্রবাসীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। অনেক স্বদেশিকে একসঙ্গে পাওয়ায় তাদের কাছে এ মিলনমেলা ছিল এক টুকরো বাংলাদেশ। অংশগ্রহণকারীরা বলেন, দেশ-বিদেশে বরিশাল বিভাগের আলাদা পরিচয়, সুনাম ও ঐতিহ্য রয়েছে। এ সুনাম ও ঐতিহ্যকে বুকে ধারণ করে প্রবাসের মাটিতেও বরিশালবাসীর স্বগৌরবে উজ্জীবিত থাকতে হবে। তবেই আমাদের নির্ধারিত স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে। প্রবাসের শত ব্যস্ততার মাঝে এই উৎসব সবার জীবনে নিয়ে আসে নতুন করে পথচলার উদ্দীপনা। নতুন করে ভালোবাসতে শেখায় দেশ ও দেশীয় সংস্কৃতিকে। মোহাম্মদ শাহিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলাম, বাংলাদেশ দূতাবাসের কমার্সিয়াল কাউন্সিলর মােহাম্মদ মাসুদ রানা চৌধুরী, বিসিকের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বরিশাল কমিউনিটির উপদেষ্টা হাবিল উদ্দিন, বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ কোরিয়ার সভাপতি ও বরিশাল কমিউনিটির উপদেষ্টা সৈয়দ কায় খসরু, বিশিষ্ট ব্যবসায়ী বরিশাল কমিউনিটির উপদেষ্টা ছাইদুর রহমান মিঠু, বিসিকের সভাপতি এম জামান সজল, বিসিকের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, চিটাগাং অ্যাসোসিয়েশনের সভাপতি ম্যাক্সজিম চৌধুরী, গোপালগঞ্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডেবিট একরাম, ইসো’র সভাপতি আল আমিন মৃধা, নোয়াখালী অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান, বি কে এ ভাইস প্রেসিডেন্ট নোমান আহম্মেদ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। উদ্যোক্তা তৈরি হতে যে কোনো সহযোগিতায় বাংলাদেশ অ্যাম্বাসি পাশে থাকবে জানিয়ে রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, কোরিয়ায় অবস্থানরত সকল কমিউনিটিকে এক হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করতে হবে। এছাড়াও কোরিয়াতে ব্যাংকের শাখা খোলা ও প্রবাসীদের জামানতবিহীন লোন দেওয়া, সরাসরি বিমান চালু ও উদ্যোক্তাদের ট্যাক্স ফ্রি মেশিনের যন্ত্রপাতি নেওয়ার ব্যাপারে দাবি উঠলে রাষ্ট্রদূত দাবি পূরণের জন্য কাজ করবেন বলে জানান। কমার্সিয়াল কাউন্সিলর মােহাম্মদ মাসুদ রানা চৌধুরী বরিশালের প্রশংসনীয় বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, সময় পাল্টেছে এখনই সময় উদ্যোক্তা হওয়ার। বিসিকের সাবেক সভাপতি হাবিল উদ্দিন সকলকে এক ও অভিন্ন এবং নিজ নিজ অবস্থান থেকে দেশ ও নিজেদের উন্নয়নে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান মিঠু, বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ কোরিয়ার সভাপতি আমীর খসরু। আয়োজক কমিটির মধ্যে ছিলেন- কামরুল হাসান সাহিন, ফেরদৌস টিটু, মঞ্জুর বিপ¬ব, জি এম রুবেল, রফিকুল ইসলাম রনি, নজরুল ইসলাম, মোশাররফ হোসেন, তারিফুল ইসলাম, রাকিব মৃধা, মিরাজ করিম ও আমিনুল ইসলাম, নাঈম সাইফুর। আয়োজক কমিটির সদস্য ও ইসোর উপদেষ্টা ফেরদৌস টিটু সকলকে শুভেচ্ছা জানিয়ে কোরিয়া প্রবাসী সকল বাংলাদেশিকে একে অপরের সহযোগী হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়া বরিশাল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা। অতিথিদের মধ্যাহ্নভোজের আপ্যায়ন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT