3:08 pm , April 12, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মেঘনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা ধরার অপরাধে ২৬ জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ তার মোবাইল কোর্টে এই দন্ডাদেশ দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ এলাকাধিন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০ জেলেকে আটক করে বরিশাল সদর নৌ থানা পুলিশ। এরা সবাই মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদিকে পুলিশ ৩০ জনকে মোবাইল কোর্টে হাজির করা হলেও ২৬ জনকে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। বাকি চারজন বয়স ১৮ বছর কম ও ষাটোর্ধ বৃদ্ধ হওয়ায় তাদের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।