3:08 pm , April 11, 2019
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় চার বছর বয়সের অবুঝ শিশু জান্নাতি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে ছটফট করছে। জান্নাতি উপজেলার বড়মাছুয়া বাজারের রিক্সা গ্যারেজ মেকানিক জামাল হাওলাদারের মেয়ে। জান্নাতির পরিবার সূত্রে জানা গেছে, গত এক বছর ধরে জান্নাতি শারীরিকভাবে অসুস্থ্য ছিল। সম্প্রতি বেশী অসুস্থ্য হয়ে পড়লে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প?রে গত ৪ মার্চ উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতা?লে ভর্তি করলে সেখানকার চিকিৎসক জান্নাতির ব্লাড ক্যান্সার হয়েছে বলে জানায় এবং ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দি?য়ে ছাড়পত্র প্রদান করেন। কিন্তু দরিদ্র পিতা জামাল হাওলাদারের পক্ষে এত ব্যয় বহুল চিকিৎসার খচর বহন করা সম্ভব না হওয়ায় তিনি জান্নাতিকে নিয়ে বাড়িতে আসেন। বর্তমানে চিকিৎসার অভাবে রক্তশূন্যতায় জান্নাতি বাড়িতে বসে ছটফট করছে। জামাল হাওলাদার জানান, জান্নাতিকে ঢাকায় নি?য়ে চি?কিৎসা করাতে ৭ থেকে ৮ লাখ টাকা লাগতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। যা কোন দিনই আমার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তিনি সমাজের বিত্তবানদের কাছে অবুঝ শিশু কন্যাটির চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করছেন।