3:03 pm , April 11, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে ছুটির জন্য আবেদন করতে বাধ্য হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক। বুধবার তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারের মাধ্যমে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর ছুটির জন্য লিখিতভাবে আবেদন করেন। তার আবেদনপত্রটি মন্ত্রনালয় থেকে প্রধানমন্ত্রী’র দপ্তর এবং পরবর্তীতে সেখান থেকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। তাছাড়া ভিসি’র অবর্তমানে বিশ^বিদ্যালয়ের ট্রেজারারকে ভিসি’র অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক এর ব্যক্তিগত কর্মকর্তা মনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। ভিসির সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ব্যক্তিগত কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘‘স্যার ব্যক্তিগত কারন দেখিয়ে ১১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ১৫ দিনের জন্য অফিসিয়াললি ছুটির আবেদন করেছেন। তার ওই চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। প্রধানমন্ত্রী তার ছুটির বিষয়টি বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠান। রাষ্ট্রপতি ছুটির বিষয়টি বিবেচনা করে পুনরায় শিক্ষা মন্ত্রনালয়ে প্রেরন করেছেন। তবে ওই চিঠি এখন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত নন ভিসি’র ব্যক্তিগত কর্মকর্তা। এদিকে মন্ত্রনালয়ের সচিব বরাবর প্রেরিত বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. হাসিনুর রহমান স্বাক্ষরিত ছুটির আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, ‘ভিসি’র ব্যক্তিগত কারনে ‘১১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটির প্রয়োজন। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মাহবুব হাসান ভিসি’র অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোন সিন্ডিকেট সভা না থাকায় বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে উল্লেখ্য রয়েছে চিঠিতে।