3:10 pm , April 10, 2019

কলাপাড়া প্রতিবেদক ॥ নিরাপদ রুট হিসেবে চিহ্নিত করে কক্সবাজারের টেকনাফ থেকে কুয়াকাটায় সমুদ্রপথে মাছধরা ট্রলারযোগে পাঁচ লাখ পিচ ইয়াবা পাচারকালে মো. মোশারফ শিকদার (৫০) ও মো. টিপু শিকদার (৩০) নামের দুই মাদক কারবারীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার শেষ বিকালে কুয়াকাটা থেকে ৪৫ কিলোমিটার গভীর সমুদ্রে ভোলা কোষ্টগার্ড দক্ষিণ, কলাপাড়ার নিজামপুর কোস্টগার্ড এবং পায়রাবন্দর রাবনাবাদ কোস্টগার্ড সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ইয়াবা পাচার কাজে ব্যবহৃত এফ,বি আলাউদ্দিন এবং এফ,বি মাসুম ট্রলার আটক করে। এসময় এফ,বি আলাউদ্দিন ট্রলারে থাকা ১৩ জেলেকে মাদক কারবারীদের নিরাপদে উদ্ধার করে কোস্টগার্ড। এঘটনায় কোস্টগার্ড নিজামপুর কন্টিজেন্ট কমান্ডার মাইদুল ইসলাম বাদি হয়ে উপজেলার মহিপুর থানায় বুধবার দুুপুরে একটি মামলা দায়ের করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে মো. মোশারফ শিকদার, মো. ইলিয়াস এবং মো. বাদল মাঝিকে অভিযুক্ত করে মামলার এজাহাজ প্রস্তুত করা হচ্ছে, তবে কোস্টগার্ডের হাতে আটক মো. টিপুকে মামলা তদন্তের স্বার্থে পুলিশী নজড়দারিতে রয়েছে।বলে মহিপুর থানা পুলিশ নিশ্চিত করেছেন। গতকাল বুধবার সকালে উদ্ধার হওয়া ৫ লাখ পিচ ইয়াবা এবং মাদক কারবারীদের নিয়ে কলাপাড়ার নিজামপুরকোষ্টগার্ড ক্যাম্পে ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেঃ কমান্ডার এম. নাজিউর রহমান,ষ্টাফ অফিসার(অপারেশন) প্রেস ব্রিফিংকালে তিঁনি জানান, টেকনাফ ও কুয়াকাটার সমুদ্র পথ থেকে মাবদক কারবারীরা নিরাপদে মাদক পাচার করার জন্য ব্যবহার করতে যাচ্ছেন। সে অনুযায়ি সাগর পথে কোস্টগার্ড এর কঠোর নজরদারী এবং টহল বৃদ্ধি করে। অবশেষে কোস্টগার্ড গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার শেষ বিকালে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচ লাখ পিচ ইয়াবা এবং এফ,বি আলাউদ্দিন এবং এফ,বি মাসুম নামের দুটি মাছ ধরা ট্রলার আটক করা হয়। একই সঙ্গে মাদক কারবারীদের হাতে জিম্মি হওয়া এফ,বি আলাউদ্দিন ট্রলারের ১৩ জেলেকে উদ্ধার করা হয়। পাঁচারকারী দলের মূল হোতা এবং সদস্য মো. আল-আমীন, মো. সোহরাব হোসেন, মো. জহিরুল, মো. বেল্লাল এবং আলীপুরের মৎস্য ব্যবসায়ী মো. ইউসুফ কোম্পানীর চাচাতো ভাই (নাম জানাযায়নি) পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযান অব্যহত রাখার জন্য এবং আরো সফল অভিযান অব্যহত রাখার জন্য ইয়াবা পাঁচার চক্রের সঙ্গে অন্যান্য সম্প্রিক্তদের নাম উল্লেখ করা যাচ্ছে না। উদ্ধার হওয়া জেলেরা হলেন কামাল মাঝি, চাঁন মিয়া, মিজান, ইব্রাহীম প্যাদা, তামিম, সোহাগ, ইলিয়াশ মাঝি,সালাউদ্দিন,কবির, বাদল, জসিম,ফেরদৌস,রাসেল। তাদের বাড়ি কলাপাড়া ও ভোলায়। তারা সবাই এফবি আলাউদ্দিন ট্রলারের জেলে। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি ভোলা ও কলাপাড়ার মহিপুর এবং কুয়াকাটার বিভিন্ন গ্রামে।
আটককৃত মাদকারবারীরা হলেন মোশারেফ হোসেন সিকদার (৫০) ও টিপু সিকদার। তাদের বাড়ি কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে।
কোস্টগার্ডের হাতে আটক হওয়া মাদককারবারী মোশারেফ হোসেন জানায়, গত রবিবার কক্সবাজারের টেকনাফক থেকে সমুদ্র পথে ওই ইয়াবার বিশাল চালান এফ,বি মাসুম ট্রলারে উঠানো হয়। ট্রলারটি কুয়াকাটা সমুদ্র সংলগ্ন ২নং বয়ার কাছাকাছি পয়েন্টে খালাস হওয়ার কথা ছিলো। কিন্তু মাঝ পথে ট্রলারটি নষ্ট হয়ে যাওয়ায় সঠিক সময়ে ২নং বয়ার কাছে পৌছতে পারেনি। পরে বিকল ট্রলার উদ্ধারের জন্য এফ,বি আলাউদ্দিন ট্রলার যোগে ইয়াবার চালন কুয়াকাটার উদ্দেশ্যে আসার সময় কোস্টগার্ডের কাছে ধরা পরে।
উদ্ধার হওয়া এফ,বি আলাউদ্দিন ট্রলারের জেলে মো. ইলিয়াস মাঝি জানায়, ট্রলার মালিক মো. আল-আমীন সাগরে মাছ শিকারের কথা বলে জেলেদের সাগরে নিয়ে যায়। যাওয়ার পথে আলীপুর মৎস্য বন্দরের শিববাড়িয়া নদের খালগোড়া পয়েন্ট থেকে তাদের আলাউদ্দিন ট্রলারে আরো পাঁচজন লোক আলাউদ্দিন ট্রলারে ওঠে। পরে মাছ শিকার না করে ট্রলারটি নিয়ন্ত্রনে নিয়ে নেয় পাচারকারী দলের সদস্য জহিরুল নামের এক মাঝি। পাচারকারীরা ট্রলারের সকল জেলেকে মারধর করে আলাদা আলাদা করে ট্রলারের খোন্দলে আটকে রাখে। সাগরে নস্ট হওয়া এফ,বি মাসুম ট্রলারটি থেকে ইয়াবা তোলার সময় কোস্টগার্ড সদস্যরা ট্রলারের গতিবিধি লক্ষ করে। এরপর আল্লাহর রহমতে আমরা কোস্টগার্ডের হাতে উদ্ধার হই।
কোষ্টগার্ড ক্যাম্পে ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেঃ কমান্ডার এম নাজিউর রহমান জানান, জব্দকৃত ৫ লাখ ইয়াবা, দুটি ট্রলার দুই মাদক কারবারীকে এবং উদ্ধার হওয়া জেলেদের মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের করেছেন নিজামপুর কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মাইদুল ইসলাম। উদ্ধার হওয়া জেলেদের পুলিশ তাদের তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ শেষে নির্দোশ প্রমানীত হলে বা অপরাধী প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন। মহিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ৫ লাখ ইয়াবা, দুটি ট্রলার এবং উদ্ধার হওয়া জেলেদের মহিপুর থানায় হস্তান্তর করেছেন। এঘটনায় কলাপাড়া নিজামপুর কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মাইদুল ইসলাম বাদি হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়েরের করেছেন। আটককৃতদের বুধবার দুপুরে মহিপুর থানায় হস্তান্তরের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলায় মো. মোশারফ শিকদার, মো. ইলিয়াস এবং মো. বাদল মাঝিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তদন্তের স্বার্থে সকলের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।