3:11 pm , April 9, 2019
চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনের হাজারীগঞ্জে ছাত্রলীগ নেতার নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন বেড়িবাঁধ সংলগ্ন জমি জবর দখলের অভিযোগ উঠেছে। দখলের সময় জমি ইজারা নিয়ে ভোগদখলে থাকা আশ্রিত পরিবারগুলোকে মারধর করা হয়েছে। মারধরের ঘটনায় ৩ জন নারী আহত হয়েছেন। আহতরা হলেন, তজুরা বেগম, রেখা বেগম ও আব্দূুল ওহাবকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাজারীগঞ্জের চেয়ারম্যান বাজার সংলগ্ন বেড়িবাঁদেরঢালের ওই জমি জবর দখলের ঘটনা ঘটে। ইজারা গ্রহীতা আবুল কালম আজাদ জানান, হাজারীগঞ্জ মৌজার এসএ-৬২৫ বাটা ১/৪৭ খতিয়ানের ২৮১২,দাগে ১ একর ১০ শতাংশ এবং ২৮২২ দাগের ৬ একর ৮২ শতাংশ জমির মালিক ছিলেন এসহাক ও তোফাজ্জুল হোসেন। ১৯৬৬-১৯৬৭ সনে বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড ২ একর ৮০ শতাংশ জমি অধিগ্রহন করে। বেড়িবাঁধ নির্মাণের পর অধিগ্রহনকৃত সম্পত্তির মধ্যে অব্যবহৃত ৩ একর ২৫ শতাংশ জমি মূল মালিক এসহাক ও তোফাজ্জল পানি উন্নয়ন বোর্ড থেকে ইজারা নিয়ে ভোগ দখল করছেন। প্রতিবেশী তাজল ইসলামগংরা জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র সৃজন করে পানি উন্নয়ন বোর্ডের ইজারা প্রদত্ত ৩ একর১৫ শতাংশ জমির মালিকানা দাবী করে ২০১১ সালে যুগ্ন জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন এবং গত বছর ওই মামলায় তাজল ইসলাম গংদের অনুকুলে ডিগ্রী দেয়া হয়। এর ফালে ইজারাকৃত মালিক এসহাক ও তোফাজ্জল হোসেন এবং পানি উন্নয়ন বোর্ড ওই ডিগ্রীর বিরুদ্ধে পৃথক ভাবে দু’টি আপীল দায়ের করেন। যা চলমান আছে।
গতকাল মঙ্গলবার সকালে তাজল ইসলামগংরা একদল ভাড়াটিয়া লোকজন নিয়ে জমি দখল করে ঘর নির্মাণ কাজ শুরু করেন। এসময় ইজারা গ্রহীতারা বাধা প্রদান করলে তাদের মারধর করা হয়। ইজারা গ্রহীতারা আবুল কালাম আরো অভিযোগ করেন, তাজল ইসলামগংরা ভুয়া কাগজপত্র সৃজন করে আদালতকে বিভ্রান্ত করেছে । এখন আদালতের ডিগ্রীকে পূঁজি করে শশীভূষণ থানা ছাত্রলীগের আহবায়ক লোকমান বেপারীর মাধ্যমে পেশী শক্তি দেখিয়ে জমি দখল করে ঘর বাড়ি নির্মাণ করছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা লোকমান বেপারী জনান,জমি দখলের সাথে আমি জড়িত না।উভয় পক্ষের চিৎকার শুনে আমি সেখানে যাই । আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সত্য নয়। শশীভূষণ থানার ওসি মনিরুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ঘর নির্মানের বিষয়টি আমাকে পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কাইছার আলম জানিয়েছেন। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেয়া হবে।