বানারীপাড়ায় পহেলা বৈশাখকে সামনে রেখে সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের মহোৎসব ! বানারীপাড়ায় পহেলা বৈশাখকে সামনে রেখে সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের মহোৎসব ! - ajkerparibartan.com
বানারীপাড়ায় পহেলা বৈশাখকে সামনে রেখে সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের মহোৎসব !

3:05 pm , April 8, 2019

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় পহেলা বৈশাখকে সামনে রেখে সন্ধ্যা নদীতে ইলিশ নিধনের উৎসব করছে সরকারি সুবিধাভোগীসহ মৌসুমী জেলেরা। পহেলা বৈশাখে বেশি মুনাফা আদায়ের জন্যই তাদের জাটকা ইলিশ নিধনের উৎসবের মাত্রা যেকোন সময়ের চেয়ে অনেক বেশি বলে মনে করছেন সচেতন মহল। রীতিমতো প্রশাসনের নাকের ডগায় বসে কি ভাবে দিনের বেলায় প্রকাশ্যে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে জেলেরা জাটকা ইলিশ নিধন করছে এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে । এদিকে ৭ এপ্রিল রবিবার দুপুরে সন্ধ্যা নদীতে গিয়ে সরেজমিনে দেখা গেছে শতাধিক জেলে অবৈধ কারেন্ট জাল দিয়ে প্রকাশ্য দিবালোকে ইলিশ নিধনে মেতে রয়েছে। এ যেন দেখার কেউই নেই। অপরদিকে জেলেদের জালে ধরাপড়া জাটকা ইলিশ বানারীপাড়া বন্দর বাজারে প্রতিদিন দিনের বেলা প্রকাশ্যে বিক্রি হচ্ছে। আবার সন্ধ্যার পরে ফেরিঘাটে এবং বাজারে ফেরি করেও জাটকা ইলিশ বিক্রি করা হয়। দেখলে মনে হবে এখানে অবৈধ কারেন্ট জাল ও জাটকা নিধনের বিরুদ্ধে সরকার ঘোষিত কোন আইনই চলেনা। চলে জেলেদের গড়া আইন। সন্ধ্যা নদীর তীরবর্তী বানারীপাড়া বন্দর বাজারে বেশ কয়েকটি দোকানে অবৈধ কারেন্ট জাল বিক্রি করা হয়। সচেতন মহল ও সাধারণ মানুষ মনে করেন জাটকা ইলিশ নিধন ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধ করার সরকার ঘোষিত যথাযথ আইন প্রয়োগ করে জেলেদের ইলিশ মাছ শিকারে সঠিক সময়ে নদীতে নামতে বাধ্য করতে পর্যাপ্ত অভিযান পরিচালনা করা জরুরী হয়ে পড়েছে।এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন জানান ৮ মাসের অভিযানের জন্য বরাদ্দ অপ্রতুল হওয়ায় যথাযথ অভিযান পরিচালনা করা সম্ভব হয়না।এদিকে অভিযোগ রয়েছে নভেম্বর থেকে শুরু হওয়া কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ নিধন বিরোধী একটি অভিযানও বানারীপাড়ার সন্ধ্যা ও এর শাখা নদীতে পরিচালিত হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT