বিদ্যুৎস্পৃষ্টে আলিম পরীক্ষার্থী নিহত বিদ্যুৎস্পৃষ্টে আলিম পরীক্ষার্থী নিহত - ajkerparibartan.com
বিদ্যুৎস্পৃষ্টে আলিম পরীক্ষার্থী নিহত

3:04 pm , April 8, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বিদ্যুৎস্পৃষ্ঠে চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার আলিম (এইচএসসি) পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসা সংলগ্ন একটি ভাড়া বাড়ির ছাদে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিম পরীক্ষার্থী হলো-মো. রেজাউল করিম (১৮)। সে বরগুনার তালতলি উপজেলার বড় ভাইজোড়া গ্রামের আব্দুস ছালাম এর ছেলে। চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জাকারীয়া হামিদী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘রেজাউল করিম নগরীর কাশিপুর এলাকাধীন বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিচ্ছে। এজন্য সে সহ কয়েকজন ছাত্র ওই মাদ্রাসার পাশেই একটি একতলা ভবনে ভাড়া থেকে পরীক্ষা দেয়। তিনি বলেন, ‘সোমবার পরীক্ষা শেষে মেস বাড়িতে ফিরে গোসল করে ছাদে কাপড় দিতে যায়। এসময় পাশে থাকা ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ এর তারের সাথে ভেজা কাপড় জড়িয়ে রেজাউল বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ছাদে পড়ে যায়। তখন পার্শ্ববর্তী বাড়ির লোকেরা তাকে ছাদের ওপর পড়ে ছটফট করতে দেখে ছুটে আসেন এবং অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে তাকে উদ্ধার করে বরিশাল বিকাল পৌনে ৪টার দিকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারী ইউনিটে ভর্তি করে। এর ১৫ মিনিটের মাথায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজাউলের মৃত্যু হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মহানগরীর এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) অরবিন্দু বিশ্বাস। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।‘

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT