3:30 pm , April 6, 2019
ভোলা অফিস ॥ ভোলা সদর উপজেলার এ্যাডভোকেট ইউনুুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর নবীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করে। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি পালণ করে। তবে জেলা প্রশাসকের আশ্বাসের পর শিক্ষার্থীরা স্কুলে ফিরে যায়। শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের সামনে স্থানীয় চঞ্চল নামের এক লোক দীর্ঘ দিন ধরে চটপটি বিক্রি করে আসছে। কিন্তু তার দোকানে বসে এলাকার কিছু বখাটে ছাত্রীদের উত্যাক্ত করত। বখাটেদের আড্ডা বন্ধ করতে স্কুলের সামনে চটপটি বিক্রি বন্ধ রাখার কথা বলায় গত বুধবার বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মহিউদ্দিনকে মারধর ও লাঞ্চিত করা হয়। এ ঘটনায় শনিবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মেহেদী হাসান, স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন ও মহিলা ইউপি সদস্যের প্রতিনিধি মো. মনিরসহ স্থানীয়রা প্রধান শিক্ষকের কক্ষে সালিশ বৈঠকে বসে। বৈঠক চলাকালে চঞ্চল কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে বিদ্যালয়ের ঢুকে প্রধান শিক্ষকের সাথে আশালিন আচারণ করে এবং এক পর্যাংে এক পর্যায়ে চঞ্চলের সাথে থাকা বহিরাগত সন্ত্রাসী বজলু, কিরণ ও ইয়ামিন চেয়ার দিয়ে প্রধান শিক্ষকের উপর হামলা চালায়। এতে প্রধান শিক্ষক গুরুতর আহত হলে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে ভোরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিক্ষার্থীরা আরও জানায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা বলেন, শিক্ষককে মারধরে ঘটনা তিনি শুনেছেন। তবে আমাদের কাছে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের মিছিলে উপস্থিত এস আই রফিক অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দেন।