ভা-ারিয়ায় শ্রী গুরু সংঙ্ঘের ধর্মীয় উৎসব সম্পন্ন ভা-ারিয়ায় শ্রী গুরু সংঙ্ঘের ধর্মীয় উৎসব সম্পন্ন - ajkerparibartan.com
ভা-ারিয়ায় শ্রী গুরু সংঙ্ঘের ধর্মীয় উৎসব সম্পন্ন

3:29 pm , April 6, 2019

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় শেষ হয়েছে পাঁচ দিন ব্যাপি ৫৭তম হিন্দু ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় শ্রীগুরু সঙ্ঘ’র আয়োজনে ওই ধর্মীয় উৎসব। সংঙ্ঘ’র প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে দক্ষিণ ভা-ারিয়া বামুনের হাওলা মন্দির প্রাঙ্গনে এ উৎসব অনুষ্ঠিত হয়। শ্রীগুরু সঙ্ঘ ভা-ারিয়া শাখার উদ্যোগে গত সোমবার সকালে প্রাতঃকালীন প্রার্থনা ও গুরু বন্ধনা এবং ধর্মীয় ক্রীয়াদির মাধ্যমে এ উৎসব শুরু হয়। পরে গুরু দেবের বিগ্রহসহ ভক্তদের মঙ্গল শোভা যাত্রা বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে মন্দির প্রাঙ্গনে ২শত গরীব ও দুঃস্থ মা বোনদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া পর্যায়ক্রমে জাতীয় ও সঙ্ঘ পতাকা উত্তোলন, হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ, মাতৃসঙ্ঘ,“সত্য, সেবা, নীতি, ধর্ম জীবনের চারিকর্ম” মূল মন্ত্রে মহতী ধর্মসভা, শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান, অষ্টাকালীন ভোগরাগ এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত দেব মন্দির সম্প্রদায়, গণেশ পাগল সম্প্রদায়, লিলা অষ্টসখি, জয়রাম নবরতœ ও গুরুভাই সম্প্রদায়ের পরিবেশনায় ধর্মীয় কীর্ত্তণ অনুষ্ঠিত হয়। শেষ দিনে অয়োজক কমিটি ও গুরুভক্তরা উপস্থিত সকলের মঙ্গল কামনায় সমবেত প্রাথণা ছাড়াও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূঁ কামনা করে বিশেষ সমবেত প্রার্থণা করা হয়। পাঁচ দিন ব্যাপি অনুষ্ঠানের শেষ দিনে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপভোগ করেন জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, হিন্দু,বৌদ্ধ খৃষ্টাণ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সহ-সভাপতি রতন লাল ভৌমিক, জগদিস চন্দ্র রায়, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার, পৌর কাউন্সিলর মানিক হাওলাদার, মঞ্জু রানী সিংহ, আয়োজক কমিটির সভাপতি চিত্ত রঞ্জন রায়, সাধারণ সম্পাদক শিশুতোষ কর্মকার সহ হাজরো নারী-পুরুষ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ অনুষ্ঠান উপভোগ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT