মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর নামে রেজিষ্ট্রিকৃত জমি দখলের অভিযোগ মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর নামে রেজিষ্ট্রিকৃত জমি দখলের অভিযোগ - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর নামে রেজিষ্ট্রিকৃত জমি দখলের অভিযোগ

2:52 pm , April 5, 2019

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নামে রেজিষ্ট্রিকৃত জমিতে ঘর উত্তোলন করে দখলের অভিযোগ পাওয়া গেছে। জয়নগর ইউনিয়নের বাসিন্দা হোসেন গাজী গণমাধ্যমকে জানান, জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের অফিস না থাকায় নতুন অফিস করার জন্য হোসেন গাজী, তোতা গাজী, ইসমাইল খান ও রাসেল হোসেন নামের চার ব্যক্তি ৩ শতাংশ জমি গত ১৮/০৩/২০১৯ ইং তারিখে মেহেন্দিগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নামে দলিলের মাধ্যমে দান করেণ। ওই দানকৃত জমিতে গত দুইদিন যাবত আলমগীর সরদার, মোতালেব হাওলাদার, দুলাল বেপারী ও শহীদ সিকদার গংরা জোরপূর্বক ঘর উত্তোলন করছেন। এই ঘর নির্মানকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এবিষয়ে জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর নামে রেজিষ্ট্রিকৃত জমিতে ঘর উত্তোলনের বিষয়টি আমি শুনেছি। যারা আওয়ামীলীগ অফিসের জমি দখল করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT