সদরের মহিলা ভাইস চেয়ারম্যানের বিচারের দাবীতে শিক্ষকদের মানববন্ধন সদরের মহিলা ভাইস চেয়ারম্যানের বিচারের দাবীতে শিক্ষকদের মানববন্ধন - ajkerparibartan.com
সদরের মহিলা ভাইস চেয়ারম্যানের বিচারের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

3:34 pm , April 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষকের উপর হামলা ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও তার ছেলেসহ হামলাকারীদের শাস্তির দাবীতে আন্দোলনে নেমেছে শিক্ষক সমাজ। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক কমিটির উদ্যোগে নগরীর সদর রোডস্থ অশি^নী কুমার হলের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। সংগঠনটির আঞ্চলিক কমিটির সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সাবেক সভাপতি ও প্রবীন শিক্ষক নেতা দাশ গুপ্ত আশিষ কুমার, তোফায়েল আহমেদ, যুগ্ম সম্পাদক আ.ফ তোফাজ্জেল হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল মালেক, শুনিল বরণ হালদার, এনায়েত হোসেন, আব্দুস ছালাম, শফিকুর রহমান, ফরিদ উদ্দিন প্রমুখ। এসময় বক্তারা সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুর রহমানের উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও হামলাকারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম ও তার ভাই এবং ছেলে সহ সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এ বিষয়ে বরিশাল সিটি মেয়র ও জেলা প্রশাসক এর হস্তক্ষেপ কামনা করে শিক্ষক নেতারা বলেন, ‘হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের মাধ্যমে সুষ্ঠু বিচার না করা হলে শিক্ষক সমিতি এর থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষনা দিতে বাধ্য হবে। উল্লেখ্য, গত ২ এপ্রিল কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে বরিশাল সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ বরিশাল মহানগর কমিটির যুগ্ম সম্পাদক রেহানা বেগম’র উপস্থিতিতে তার ভাই ও ছেলে কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুর রহমানের উপর হামলা করে।
ভাইস চেয়ারম্যান রেহানা বেগম ওই স্কুলের কাগজে কলমে শিক্ষক হওয়ার পরেও তিনি বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হতে না পারার ক্ষোভে প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT