3:32 pm , April 4, 2019
॥ পটুয়াখালীর মৎস্যবন্দর আলীপুরে আভিযান চালিয়ে পনের লাখ বাগদা চিংড়ির রেনু আটক করেছে কোস্টগার্ড নিজামপুর স্টোশনের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল পাচটা ত্রিশ মিনিট থেকে সন্ধা সাতটা পর্যন্ত বিভিন্ন মৎস্য আড়দে অভিযান চালিয়ে এ রেনু জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মজুতকারি আড়ৎ মালিকরা পালিয়ে যায়। যার ফলে কাউকে আটক করা যায়নি। পরে নিজামপুর কোস্টগার্ড স্টোশনের সিনিয়র চিপ পেডি অফিসার এনামুল হক, ভলেস্বর নৌ-জাহাজের ভারপ্রপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম এবং কলাপাড়া মৎস্য আফিসের ফিল্ড অফিসার মনির হোসেনের উপস্থিতিতে রাত দশটা ত্রিশ মিনিটের সময় আটক করা বাগদা রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। নিজামপুর কোস্টগার্ড স্টোশনের সিনিয়র চিপ পেডি অফিসরি এনামুল হক জানান, সমুদ্র এবং নদীতে বাগদা চিংড়ির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।