3:30 pm , April 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ার পারর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে নগরীতে যুবদলের মিছিল পন্ড করে দিয়েছে পুলিশ। আর তাই পুলিশি বাঁধা উপেক্ষা করে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে নগরীর সদর রোডস্থ অশি^নী কুমার হল চত্ত্বরে দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এর আগে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে যুবদল। দক্ষিণ জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এইচএম তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, সহ-সভাপতি মামুন রেজা খান, সালাউদ্দিন নাহিদ, মাওলা রাব্বি শামীম, কবির হোসেন, আওলাদা হোসেন প্রমুখ। এছাড়াও দক্ষিণ জেলার আওতাধিন বাবুগঞ্জ, বানারীপাড়া, বাকেরগঞ্জ ও উজিরপুর উপজেলা যুবদলের নেতা-কর্মীরা প্রতিবাদ সভায় অংশগ্রহন করেন। প্রতিবাদ সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি কার্যালয়ের সামনে থেকে সদর রোডে অগ্রোসর হলে তাতে পুলিশ বাধা দেয়। এতে মিছিলটি পন্ড হয়ে গেলে নেতা-কর্মীরা অশি^নী কুমার হল চত্ত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ সেখান থেকেও সরিয়ে দেয়। কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ‘বিক্ষোভ বা সভা সমাবেশের জন্য যুবদল পুলিশের কাছ থেকে কোন অনুমতি নেয়নি। তাই তাদের মিছিল করতে দেয়া হয়নি। তবে তাদেরকে দলীয় কার্যালয়ের মধ্যে কর্মসূচি পালনে বাধা দেয়া হয়নি।