ববিতে শিক্ষার্থীদের শরীরের রক্ত দিয়ে ভিসি’র পদত্যাগ দাবী ববিতে শিক্ষার্থীদের শরীরের রক্ত দিয়ে ভিসি’র পদত্যাগ দাবী - ajkerparibartan.com
ববিতে শিক্ষার্থীদের শরীরের রক্ত দিয়ে ভিসি’র পদত্যাগ দাবী

3:18 pm , April 3, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসি’র পদত্যাগ দাবীতে শিক্ষার্থীদের দেয়া আল্টিমেটামের ৪৮ ঘন্টা পেরিয়ে গেছে। এ সময়ের মধ্যেও তার পদত্যাগের কোন সিদ্ধান্ত না আসায় নতুন কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা। আর তাই এবার নিজেদের শরীরের রক্ত দিয়ে ভিসি’র পদত্যাগ দাবী করেছেন শিক্ষার্থীরা। তারা শরীরের রক্ত দিয়ে ক্যাম্পাসের দেয়াল ও শহীদ মিনারে লিখে ভিসি’র পদত্যাগ দাবী জানিয়েছেন। চলমান আন্দোলনের নবম দিন গতকাল বুধবার দুপুর ২টায় এই কর্মসূচি পালন করা হয়। তবে এর আগে সকাল থেকেই পূর্বের ন্যায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ভিসি’র পদত্যাগের দাবী সম্বলিত বিভিন্ন ব্যানার, ফেষ্ঠুন ও প্লাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম জানান, আমাদের এক দফা এক দাবী তা হলো ভিসি’র পদত্যাগ। এ দাবী আদায়ের জন্য ভিসিকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছি। তিনি বলেন, আল্টিমেটাম অনুযায়ী বুধবার দুপুর ২টায় ৪৮ ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। কিন্তু এ সময়ের মধ্যেও তিনি পদত্যাগ কিংবা শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেয়ার বিষয়ে স্ব-শরীরে এসে ক্ষমা চাননি। এজন্য আন্দোলনরত শিক্ষার্থীরা আরো কঠোর কর্মসূচি দিয়েছেন। যার অংশ হিসেবে বুধবার দুপুর ২টায় তারা নিজেদের শরীর থেকে রক্ত ঝড়িয়ে ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেয়ার প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি শরীর থেকে সিরিঞ্জ দিয়ে বের করা রক্ত দিয়ে ক্যাম্পাসের দেয়াল ও শহীদ মিনারে লিখে ভিসি’র পদত্যাগ এর দাবী জানানো হয়েছে। এ নিয়ে কোন দুর্ঘটনা বা জরুরী চিকিৎসার জন্য ক্যাম্পাসে একটি মেডিকেল টিমও রয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শিক্ষার্থীদের বাদ দিয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিব?সের আনুষ্ঠানের আয়োজনের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি এসএম ইমামুল হক। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২৬ মার্চ বিকাল থেকেই জোরদার আন্দোলন শুরু করেন। এর পর ২৮ মার্চ রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা করে হল ত্যাগের নির্দেশ দেন। তবে হল ত্যাগের ঘোষনা বর্জন করে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যান। এর পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার মাধ্যমে উপাচার্য দুঃখ প্রকাশ করে বক্তব্য দেন। তার ওই বক্তব্যকে মিথ্যাচার বলে দাবী করে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। আর তাই গত ৩১ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল হলের ডাইনিং বন্ধ করে দেন। সর্বশেষ ভিসি’র পদত্যাগ চেয়ে ১ এপ্রিল বরিশাল জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে ভিসি’র পদত্যাগ দাবী করে জেলা প্রশাসক এর মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরে উপস্থিত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে ভিসি’র পদত্যাগ চেয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন। সবশেষ গতকাল আন্দোলনের ৯ম দিনে শরীরের রক্ত ঝড়িয়ে আন্দোলন কর্মসূচি পালন করে তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT