দুর্নীতি অর্ধেক বন্ধ করলে গ্যাসের মূল্যবৃদ্ধি করতে হবে না : পীর চরমোনাই দুর্নীতি অর্ধেক বন্ধ করলে গ্যাসের মূল্যবৃদ্ধি করতে হবে না : পীর চরমোনাই - ajkerparibartan.com
দুর্নীতি অর্ধেক বন্ধ করলে গ্যাসের মূল্যবৃদ্ধি করতে হবে না : পীর চরমোনাই

3:28 pm , April 2, 2019

পরিবর্তন ডেস্ক ॥ পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি অর্ধেক বন্ধ করতে পারলে গ্যাসের মূল্যবৃদ্ধি করতে হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, সরকার দুর্নীতি ও সিস্টেম লস বন্ধ না করে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করেছে, যা দুর্নীতিকে আশ্রয় ও প্রশ্রয় দেয়ার শামিল। পীর সাহেব বলেন, আমরা অনেক আগ থেকে বলে আসছি, সিস্টেম লস ও দুর্নীতি বন্ধ করুন, তাহলে গ্যাসের মূল্য বৃদ্ধি করতে হবে না। পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি বন্ধ না করে তার দায় জনগণের ওপর চাপিয়ে দেয়া চরম অমানবিক। তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির মাধ্যমে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের নাভিশ্বাস উঠবে। এর প্রভাব সর্বত্র পড়বে। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে প্রায় সকল রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ জানিয়েছে। জনগণের মতামতের প্রতি কোন প্রকার তোয়াক্কা না করে মূল্যবৃদ্ধির চক্রান্ত করা হলে তা সরকারের জন্য সুখকর হবে না। পীর চরমোনাই বলেন, এতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরো বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। ফলে এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT