বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন - ajkerparibartan.com
বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

3:27 pm , April 2, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ “সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার” প্রতিপ্যাদ্য নিয়ে নগরীতে ১২ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি আলোচনা সভা ও বুদ্ধি প্রতিবন্ধি অটিজম শিল্পিদের সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থার জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১০টায় জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে উপ-পরিচালক আল্ মামুন তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, সমাজসেবা বরিশাল বিভাগীয় কার্যালয় অধিদপ্তর পরিচালক মোঃ সাব্বির ইমাম, বরিশাল সমাজসেবা বিভাগীয় উপ-পরিচালক শাহাপার পারভীন, সমাজসেবা সহকারী পরিচালক আখতারুজ্জামান, বরিশাল জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মাহমুদ হাসান, সমাজসেবা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা (আইসিডিএ) প্রধান উপদেষ্ঠ আনোয়ার জাহিদ,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু, শাহিনা আক্তার ও বুদ্ধি প্রতিবন্ধি সহকারী সিনিয়র শিক্ষক সিরাজুম মুনির টিটু প্রমুখ। আলোচনা পর্ব শেষে বুদ্ধি প্রতিবন্ধিদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পূর্বে সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নগরীর কালিবাড়ি রোডস্থ সমাজসেবা কার্যালয়
গিয়ে শেষ হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT