3:06 pm , April 1, 2019
নলছিটি প্রতিবেদক ॥ নলছিটিতে লামিয়া আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের মাদারঘোনা গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। লামিয়া আক্তার সুবিদপুর বিজি ইউনিয়ন একাডেমির নবম শ্রেনীর ছাত্রী ও সুবিদপুর ইউনিয়নের মাদারঘোনা গ্রামের জলিল হাওলাদারের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, লামিয়ার সঙ্গে প্রতিবেশী এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেয়ায় অভিমান করে আতœহত্যা করেন ওই স্কুলছাত্রী। সোমবার সকালে লামিয়ার চাচা সোহেল হাওলাদারের বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় ফাস লাগানো অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লামিয়ার মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে লামিয়ার মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এব্যাপারে নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, স্কুুল ছাত্রী লামিয়ার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এর পেছনে কোন কারণ আছে কিনা, পুলিশ তা তদন্ত করে দেখছে বলেও জানান ওসি।