3:05 pm , April 1, 2019
গলাচিপা প্রতিবেদক ॥ গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী মু. শাহিন শাহকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরমঞ্চে বেলা ১১ টায় দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে। বিশেষ অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ্, আ.লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সাবেক উপজেলা চেয়ারম্যান মু. হারুন অর রশিদ, জেলা কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ বাবু কাশীনাথ দত্ত, উপজেলা আ.লীগের উপদেষ্টা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কালাম মো. ইছা, আ.লীগ সহ-সভাপতি হাজী মজিবর রহমান প্যাদা, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মু. শাহআলম, পৌর মেয়র আহসানুল হক তুহিন, নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু সহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, পৌর আ.লীগ, মহিলা লীগসহ উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দ। উল্লেখ্য, পঞ্চ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে গলাচিপা উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মু. শাহিন শাহ্ ৪৬ হাজার ৩শত ৯৬ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে।