3:04 pm , April 1, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দারোয়ান মনিরকে মারধর করার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে স্কুলের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার মনির হোসেন জানান, ম্যারিয়ান চাইল্ড কোাচিং সেন্টারের মালিক টমাস বাড়ৈর ছেলে উদয়ন স্কুলে অস্টম শ্রেনীতে পড়াশুনা করছে। স্কুলের নির্দেশনা রয়েছে ছাত্রদের সকাল আটটা ২০ মিনিটের মধ্যে স্কুল কম্পাউন্ডে প্রবেশ করতে হবে। এর পরে যদি কেউ আসে তাহলে প্রধান শিক্ষককের অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। গত ৩১ মার্চ টমাস বাড়ৈর ছেলে আটটার পরে আসলে ভেতরে যেতে দেয়া হয়নি। ওই ছাত্র স্কুলে ঢুকতে না পেরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে যায়। গতকালও সে দেরী করে স্কুলে আসায় ভেতরে যেতে দেয়া হয়নি। বিষয়টি জানতে পেরে টমাস বাড়ৈ স্কুল গেটে গিয়ে মনিরের কাছে গিয়ে জানতে চায় তার ছেলে পরশু স্কুলে না গিয়ে কোথায় গেছে। উত্তরে মনির জানায় ‘বাইরে বসে ছাত্র কোথায় গেছে এটা তার জানার কথা না’। এ কথা শোনার পরেই অভিভাবক টমাস বাড়ৈ মনিরের উপর ক্ষিপ্ত হয়। উভয় পক্ষের মধ্যে উচ্চ বাচ্যের এক পর্যায়ে অভিভাবক টমাস দারোয়ান মনিরকে মারধর করে। পরে স্কুলের লোকজন এসে টমাস বাড়ৈকে আটক করে লাইব্রেীতে নিয়ে যায়। তিনি (টমার্স বাড়ৈ) বিষয়টির জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেণ।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক স্যামুয়েল সবুজ পালার কাছে জানতে চাইলে তিনি বলেন, সকাল ৮টা ২০ মিনিটের পরে আসলে ছাত্রদের ভেতরে প্রবেশের ব্যাপারে বাধা নিষেধ আছে। শুনেছি এ নিয়ে একজন অভিভাবকের সাথে স্কুলের স্টাফ মনিরের সাথে ঝামেলা হয়েছে। আমি বর্তমানে ঢাকায় আছি। বরিশাল এসে উভয়কে নিয়ে সুরাহা করবো।