দ্বিতীয়বার ভাইস চেয়ারম্যান পদে ফাতিমা নির্বাচিত দ্বিতীয়বার ভাইস চেয়ারম্যান পদে ফাতিমা নির্বাচিত - ajkerparibartan.com
দ্বিতীয়বার ভাইস চেয়ারম্যান পদে ফাতিমা নির্বাচিত

3:02 pm , April 1, 2019

পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা গোলাম কবির (আনারস) নির্বাচিত হয়েছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে হাফিজুর রহমান সোহাগ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয়রবার নির্বাচিত হয়েছেন কবি, বিশিষ্ট সমাজসেবিকা ফাতিমা পারভীন। চেয়ারম্যান পদে কবির পেয়েছেন ৩১ হাজার ২৫৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের আলমগীর হোসেন (দাদু) পেয়েছেন ১১ হাজার ৮০২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সোহাগ ২১ হাজার ৪৫৪ ও প্রতিদ্বন্দ্বি শওকত হাসানুর রহমান টিউবয়েল প্রতিকে ১৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কবি ও সমাজসেবিকা ফাতিমা পারভীন পেয়েছেন ২০ হাজার ৯৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বি ইয়াসিন আরা কচি পেয়েছেন ১৪ হাজার ২৩৭। উল্লেখ্য উদীয়মান রাজনীতিবিদ ফাতিমা পারভীন উপজেলায় শতাধিক বাল্য বিয়ে প্রতিরোধসহ নানা সমাজ উন্নয়নমুলক কাজ করে বেশ জনপ্রিয় হয়েছেন। সমাজ সেবায় অসমান্য অবদানের কারনে সে দেশ-বিদেশে পুরস্কারও পেয়েছেন। সেই জনপ্রিয়তায় তিনি জনপ্রতিনিধি হিসেবে দ্বিতীয়বার বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি আগের মতোই উপজেলায় ব্যাপক উন্নয়নমুলক কর্মকান্ডে নিজেকে নিবেদিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে এলাকাবাসী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT